× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাগর-রুনি হত্যার বিচার না হলে জাতির কাছে দায়ী থাকব : আইন উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ১৩:১০ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ১৫:২৩ পিএম

সাংবাদিক দম্পতি সাগর-রুনি। ছবি : সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর-রুনি। ছবি : সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার না হলে জাতির কাছে আমরা দায়ী থাকব।’

মঙ্গলবার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

সাগর-রুনি হত্যার বিচার গতি পাবে কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘অবশ্যই, আপনারা রাজপথে থেকে আমাদের চাপে রাখবেন। এ বিচার না হলে জাতির কাছে আমরা দায়ী থাকব। আমি বিশ্বাস করতে পারি না, এমন একটি নির্মম হত্যাকাণ্ড নিয়ে কীভাবে প্রহসন করা হয়।’

অর্থ পাচারের দায়ে অভিযুক্তদের বিচারের বিষয়ে জানতে চাইলে ড. আসিফ নজরুল বলেন, ‘যেকোনো অপরাধের বিচার করার ইচ্ছা ও উদ্দেশ্য আমাদের আছে। আমাদের দেশের ব্যাংক ও সম্পদ লুটপাট করে নিয়ে যাবে, এটা তো আমার-আপনার টাকা। সাবেক সরকারের মন্ত্রীদের টাকা না।

জনগণের টাকা যারা নিয়ে গেছেন, তাদের অর্থ ফেরত আনার ব্যবস্থা করা ও বিচারের সম্মুখীন করার জন্য যতটুকু করা দরকার বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ায় ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যতগুলো মামলা হয়েছে, সব প্রত্যাহার করা হবে। ঢাকা শহরে যতগুলো মামলা আছে, বৃহস্পতিবারের মধ্যে সব প্রত্যাহার করা হবে। আর সারা দেশের মামলা ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে।’ 

এ ছাড়া সব নিবর্তনমূলক আইন বাতিল কিংবা সংশোধন করা হবে বলেও উল্লেখ করেন আসিফ নজরুল।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। সাগর সে সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা