মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ১৯:৫৪ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪ ২০:০৫ পিএম
প্রতিদিনের বাংলাদেশের মধ্যাঞ্চলীয় অফিস ভাঙচুর ও লুটপাটের পরবর্তী দৃশ্য। প্রবা ফটো
কিশোরগঞ্জে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মধ্যাঞ্চলীয় অফিসে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের কালীবাড়ি মার্কেটের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় হেলমেটপড়া দুর্বৃত্তের দল প্রথমে অফিসের সাইনবোর্ডটি ভেঙে ফেলে। পরে সার্টার ভেঙে ভেতরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসহ কম্পিউটার, ক্যামেরা, এসি, বুক সেলফ, ১৬টি বিভিন্ন ধরনের চেয়ার ও টেবিল ভাঙচুর করে নিয়ে যায়। এ সময় শতাধিক বইও লুট করে দুর্বৃত্তরা।
হামলা ও লুটপাটের বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখকে জানিয়েছে সংশ্লিষ্টরা। তাদের দাবি এ হামলায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।