× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালে ভর্তি কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ২১:১৮ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৪ ২১:৩১ পিএম

কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার। ফাইল ফটো

কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার। ফাইল ফটো

কথাসাহিত্যিক ও বীর মুক্তিযোদ্ধা সুশান্ত মজুমদার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গত শনিবার (১৬ মার্চ) থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মঙ্গলবার (১৯ মার্চ) সুশান্ত মজুমদার প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে তার চিকিৎসার বিষয়ে জানান। ইউরোলজি বিভাগের অধ্যাপক এটিএম আমানুল্লাহর অধীনে তিনি চিকিৎসাধীন। 

সুশান্ত মজুমদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পোস্টেড গ্ল্যান্ডের (মূত্রনালি সম্পর্কিত রোগ) ছোট একটা অসুস্থতা থেকে এখন জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। আপাতত ওষুধ, ইনজেকশন দিচ্ছে। স্বাভাবিক হলে পরে অস্ত্রোপচার করা হবে।’ 

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা হিসেবে আমার সব চিকিৎসা বিনা মূল্যে হওয়ার কথা থাকলেও এখানে কিছুই ফ্রি না। প্রতিদিন একটা বড় অঙ্কের টাকা চিকিৎসার জন্য খরচ করতে হচ্ছে। সবকিছুতেই টাকা আর টাকা।’ 

সুশান্ত মজুমদার বিএসএমএমইউয়ের ব্লক সি-এর ওয়ার্ড ৪/বি, বেড ১৪-এ ভর্তি রয়েছেন। কেবিন না পাওয়ার কিছুটা সমস্যা হচ্ছে বলে জানান তিনি। এই কথাসাহিত্যিক বলেন, চেষ্টা করছি কোনো কেবিন পাওয়া যায় কি না, কিন্তু পাওয়া যাচ্ছে না।

বাগেরহাটে জন্মগ্রহণকারী সুশান্ত মজুমদার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। ১৯৭০-এর দশকে নজরুলবিষয়ক প্রবন্ধ লিখতেন। গল্প এবং উপন্যাসও নিয়মিত লিখতেন। দেশের বিভিন্ন সাহিত্য ও প্রধান দৈনিক পত্রিকায় লেখালেখি করতেন। সাপ্তাহিক পত্রিকা 'সচিত্র সন্ধানী'তে সম্পাদনা সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। কথাসাহিত্যে অবদানের জন্য তিনি ২০০৯ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা