× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজিদ মাহমুদের নজরুল-জীবনভিত্তিক উপন্যাস ‘তুমি শুনিতে চেয়ো না’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৯ পিএম

মজিদ মাহমুদের নজরুল-জীবনভিত্তিক উপন্যাস ‘তুমি শুনিতে চেয়ো না’

অমর একুশে বইমেলা ২০২৪-এ প্রকাশ পেয়েছে বহুমাত্রিক লেখক মজিদ মাহমুদের নজরুল-জীবনভিত্তিক উপন্যাস ‘তুমি শুনিতে চেয়ো না’। 

বিস্ময়কর সাহিত্য-স্রষ্টা কাজী নজরুল ইসলাম মাত্র বাইশ বছরে রচনা করেছেন অসংখ্যা গান, কবিতা, নাটক, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, সম্পাদকীয়, উত্তর-সম্পাদকীয়, পত্র। সাহিত্যে-সংগীতে নজরুল ইসলাম এক নতুন ধারার স্রষ্টা। ব্যক্তিজীবনে ছন্নছাড়া এই কবি একদিকে লেটো গানের দলে গাওয়া, মসজিদে ইমামতি, রুটির দোকানে ও সেনাবাহিনীতে চাকরি করেছেন, তেমনি পত্রিকা সম্পাদনা করেছেন, সিনেমায় অভিনয় করেছেন, সিনেমা-নাটক এবং রেডিওতে সংগীতের আসর পরিচালনা করেছেন। নজরুল একাধারে প্রেমিক এবং  বিপ্লবী। কবির জীবনের নানা সময়কার ঘটনা নিয়ে জীবনভিত্তিক উপন্যাস ‘তুমি শুনিতে চেয়ো না’। 

উপন্যাসটি সম্পর্কে মজিদ মাহমুদ বলেন,  ‘নজরুলকে নিয়ে প্রকাশিত জীবনী গ্রন্থগুলোয় শৈশব থেকে প্রাক যৌবন পর্বের খুব বেশি বিবরণ পাওয়া যায় না। দীর্ঘ গবেষণার মাধ্যমে এই উপন্যাসে বিস্তারিত উপস্থাপন করেছি। এটা সত্য নজরুলের ওপর যারা কাজ করেছেন তারা শৈশব থেকে প্রাকযৌবনকাল বেশির ভাগ সময় এড়িয়ে গেছেন তথ্যর অভাবে। যদিও কিছু বিবরণ পাওয়া গেছে, তার মধ্যেও রয়েছে অনেক অসঙ্গতি। এসব কিছু পাশ কাটিয়ে বিদ্রোহী কবিকে নিয়ে পাঠকের আগ্রহ, পূর্বঅভিজ্ঞতা ও পঠন এই গ্রন্থের বয়ান ও শৈলীর দ্বারা নিরসন হওয়ার দাবি রাখে বলে আমি বিশ্বাস রাখি।’

‘তুমি শুনিতে চেয়ো না’ উপন্যাসটি পাওয়া যাচ্ছে গ্রন্থমেলার কথাপ্রকাশের ২১ নাম্বার প্যাভিলিয়নে। বইটির প্রচ্ছদ করেছেন মোস্তফিজ কারিগর। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা