× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঠকের মিলনমেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৪৫ বছর উদযাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৩০ পিএম

বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৪৫তম বর্ষপূর্তি উপলক্ষে বাহারি পোশাক পরে শোভাযাত্রা। প্রবা ফটো

বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৪৫তম বর্ষপূর্তি উপলক্ষে বাহারি পোশাক পরে শোভাযাত্রা। প্রবা ফটো

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে বের হলো একটি শোভাযাত্রা। সবার গায়ে বাহারি পোশাক। পোশাকে আঁকা বাঙালি সংস্কৃতির বিভিন্ন উপাদান। তরুণীদের পরনে লাল টকটকে শাড়ি। সবার হাতে রংবেরংয়ের উপকরণ। এই শোভাযাত্রা বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৪৫তম বর্ষপূর্তি উপলক্ষে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের নেতৃত্বে সকাল সাড়ে ৮টায় শোভাযাত্রাটি বের হয়। তাতে অংশ নেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজসহ অনেকে।

এ উপলক্ষে কেন্দ্রের প্রবেশমুখে পুরোটাজুড়ে আঁকা হয় আল্পনা। দেয়ালে নানা রকম চিত্রকর্ম। সাজসজ্জায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বাংলাদেশের লোকশিল্প ও ঐতিহ্য। চারপাশ মুখরিত নানান বয়সী বইপ্রেমী মানুষের ভিড়ে। হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া তাদের একজন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত তিন হাজার বই পড়েছি। আমাদের কলোনিতে একটা গাড়িতে বই নিয়ে যেত। সেখান থেকেই আমার এই কেন্দ্রের সঙ্গে যুক্ত হওয়া। চার বছর ধরে আমি যুক্ত আছি।’

কেন্দ্রের যুগ্ম পরিচালক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন জানান, ‘মাত্র ১০ জন সদস্য থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্র আজ ৩০ লাখ পরিবারের সদস্য। আমাদের নিজস্ব ভবন রয়েছে। লোকবল রয়েছে। আলো ছড়িয়ে যাওয়ার কাজটি আমরা করে যাব।’

শোভাযাত্রা শেষে কেন্দ্রের মিলনায়তনে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এই পর্ব পরিচালনা করেন অভিনেত্রী আফসানা মিমি। শুরুতে হয় আবৃত্তি। এরপর যন্ত্রসংগীতের পরিবেশনা। ভাষাসৈনিক হালিমা খাতুনের মেয়ে প্রজ্ঞা লাবণী তার মায়ের জীবনী থেকে কিছু অংশ পড়ে শোনান। পরে হয় কথক ও মণিপুরি নৃত্য। নানা আয়োজনে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠান চলে। 

আবদুল্লাহ আবু সায়ী জানান, ১৯৭৮ সালে ৩৫ টাকায় কেনা ১০টি বই নিয়ে তার যাত্রা শুরু। আজ বিশ্ব সাহিত্য কেন্দ্রের গ্রন্থাগারে রয়েছে ১০ লাখের বেশি বই। বইগুলো লাইব্রেরিতে বসে সরাসরি পড়তে পারেন পাঠকরা। এ ছাড়া বিক্রয়কেন্দ্রে বইয়ের সংখ্যা দুই লাখের বেশি। সেখান থেকে পাঠকরা চাইলে বই কিনতে পারেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা