× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘অনন্যা সাহিত্য পুরস্কার’ পেলেন কথাসাহিত্যিক আফরোজা পারভীন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩ ২৩:৩৬ পিএম

অনন্যা সাহিত্য পুরস্কার গ্রহণ করছেন আফরোজা পারভীন। ছবি : সংগৃহীত

অনন্যা সাহিত্য পুরস্কার গ্রহণ করছেন আফরোজা পারভীন। ছবি : সংগৃহীত

‘অনন্যা সাহিত্য পুরস্কার ১৪৩০’ পেয়েছেন প্রখ্যাত কথাসাহিত্যিক আফরোজা পারভীন। শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

দেওয়া হয়েছে সম্মননা ক্রেস্ট, শুভেচ্ছাপত্র ও এক লাখ টাকার চেক প্রদান করা হয়। শুরুতে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। আলোচক হিসেবে ছিলেন কথাসাহিত্যিক আন্দালিব রাশদী, হামীম কামরুল হক ও কথাসাহিত্যিক নাসরীন মুস্তাফা। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাহিত্যিক ঝর্ণা রহমান।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আফরোজা পারভীন বলেন, আমি ভাগ্যবান যে আমার পরিবার সাস্কৃতিক ও রাজনৈতিক পরিবার। বাবা-মা আমাকে কখনোই মেয়ে হিসেবে আলাদা করেননি। আমার স্বামী আমাকে লেখার শুধু উৎসাহই দেননি, নিজের সাধ্য মতো লেখার উপকরণ কিনে দিয়ে সহযোগিতা করেছেন। কিন্তু অনেক নারী আছেন তাদের প্রতিভা থাকলেও আমার মতো পরিবেশ ও পরিবার পায় না।

তাসমিমা হোসেন বলেন, মুক্তিযুদ্ধে অনেক মানুষের অবদান আছে। যা আফরোজা পারভীনের লেখা ও কথায় প্রকাশ পায়। অনন্যা যোগ্য নারীকে সম্মননা দিতে পেরে সন্তুষ্ট।

আন্দালিব রাশদী বলেন, আফরোজা পারভীন তার লেখার মধ্য দিয়ে দৃশ্যপট আঁকতে পারেন। এটা তার লেখার বড় দিক।

হামীম কামরুল হক বলেন, আমাদের মধ্যে একটা বড় ধারণা যে লেখকের বেশি বই থাকে, তারা মান সম্পন্ন লেখক নয়। কিন্তু আফরোজা পারভীনের প্রকাশিত ১২৫টি গ্রন্থ প্রমাণ করেন তিনি ভালো লেখক।

তিনি আরও বলেন, আফরোজা পরভীন একজন গোছানো ধ্রুপদী লেখক। তার লেখা পরলেই বোঝা যাবে মুক্তিযুদ্ধ তাকে বিশেষ ভাবে প্রভাবিত করে।

নাসরীন মুস্তফা বলেন, অনন্যা আফরোজা পারভীনকে অনেক দেরিতে খুঁজে পেয়েছে।

নারী বিষয়ক পত্রিকা ‘অন্যন্য ‘ ১৯৯৩ সাল থেকে ‘অনন্যা সাহিত্য পুরস্কার’ দিয়ে আসছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা