× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঔপন্যাসিক মিলান কুন্ডেরা মারা গেছেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৬:৫৬ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১৫:৩৭ পিএম

মিলান কুন্ডেরা। ছবি : সংগৃহীত

মিলান কুন্ডেরা। ছবি : সংগৃহীত

চেকস্লোভাকিয়ার বিখ্যাত ঔপন্যাসিক মিলান কুন্ডেরা মারা গেছেন। ৯৪ বছর বয়সে মঙ্গলবার (১১ জুলাই) প্যারিসে তার মৃত্যু হয়। মিলান কুন্ডেরা লাইব্রেরির মুখপাত্র আনা ম্রাজোভা বুধবার এ খবর নিশ্চিত করেছেন। 

আনা ম্রাজোভা জানান, দীর্ঘদিন রোগে ভোগার পর গতকাল (মঙ্গলবার) মিলান কুন্ডেরা মৃত্যুবরণ করেছেন। তবে কুন্ডেরাকে কোথায় সমাধিস্থ করা হবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

কুন্ডেরা কবিতা দিয়েই লেখালেখি শুরু করেন। তবে খ্যাতি লাভ করেন উপন্যাস দিয়ে। 

তার প্রথম উপন্যাস দ্য জোক প্রকাশিত হয় ১৯৬৭ সালে। তিনি আন্তর্জাতিক খ্যাতি পান ১৯৮৪ সালে প্রকাশিত উপন্যাস ’দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিং’-এর মধ্য দিয়ে। তার সর্বশেষ উপন্যাস ’দ্য ফেস্টিভ্যাল অব ইনসিগনিফিক্যান্স’ প্রকাশিত হয় ২০১৪ সালে। 

কুন্ডেরা তার লেখায় স্বদেশ, প্রেম ও ভালোবাসা, প্রতিশ্রুতি, মনুষ্য জীবনের জন্ম ও বিশ্বাসঘাতকতা ইত্যাদির মতো বিষয় নিয়ে গভীর আলোচনা করেছেন। জীবন ও জগৎ নিয়ে ভারী প্রসঙ্গ সহজ ভাষায় গল্পের চালে বলার জন্য সমালোচকেরা তার প্রশংসা করে থাকেন। 

প্রথম জীবনে কমিউনিস্ট ভক্ত কুন্ডেরা পার্টির সদস্যদের হাতেই নিগ্রহের শিকার হন। চেকস্লোভাকিয়া সরকার ১৯৭৮ সালে তার নাগরিকত্ব বাতিল করলে। অবশ্য তার আগে ১৯৭৫ সাল থেকে প্যারিসে বসবাস শুরু করেন কুন্ডেরা। ১৯৮১ সালে তাকে ফ্রান্সের নাগরিকত্ব দেওয়া হয়। এরপর থেকে তিনি সেখানেই ছিলেন। 

কুন্ডেরা সাক্ষাৎকার দিতে পছন্দ করতেন না। কারণ তিনি মনে করতেন, লেখক যা বলার তা লেখার মধ্য দিয়েই বলবেন। 

সূত্র : দ্য গার্ডিয়ান, রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা