মোহাম্মদ কুতুব উদ্দিন, ঢাকা
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ ২১:২১ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫ ২১:২২ পিএম
ছবি: সংগৃহীত
মনুষ্য পুষ্প ভালোবাসে, সেটা ক্ষণিকের জন্য;
পুষ্প মনুষ্য হৃদপটে থাকে, চিরদিনের জন্য।
তুমি পুষ্পের মধ্যে ঘ্রাণ পাইয়াছ, প্রেয়সির ওড়নার খোঁপের জন্য;
পুষ্পের প্রতি ভালোবাসিয়া নয়,
পুষ্পরাণীকে প্রেমরাণীর চরণতলে বিসর্জিত করবার জন্য।
বাসররাতে মনুষ্য পুষ্প লইয়া ঘুমায় না, ঘুমায় পুষ্পকে বাদ দিয়ে বধূ লইয়া;
পুষ্পের হৃদয় নিস্তেজ হয়, নববধূর নবসূর্য উদিত হয়।
পুষ্প দাম দিয়া কিনিয়া লয় বটে, পুষ্পের মান দিয়া কিনিয়া লয় কয়জনে?
মনুষ্য পুষ্পমূল্য দিতে কার্পণ্য করে, পুষ্প মনুষ্যকে মূল্য দিয়া ধন্য করে।