× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসেছিলেন বইপ্রেমীরা

হাসনাত শাহীন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১১ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শেষ হতে যাচ্ছে প্রাণের মেলা বইমেলা। আজ শুক্রবার শেষ হবে এবারের ‘অমর একুশে বইমেলা ২০২৫’। গত কয়েকদিন ধরেই মেলাপ্রাঙ্গণে বিদায়ের সুর। কাল থেকে ফের শুরু হবে এক বছরের অপেক্ষা। সেই অপেক্ষার প্রহর গণনার আগে বৃহস্পতিবার মেলার ২৭তম দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাণের টানে বইয়ের টানে ছুটে এসেছিলেন বইপ্রেমীরা।

বেলা তিনটায় বইমেলার এদিনের প্রবেশ পথ খুলে দিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাণের টানে, বইয়ের টানে ছুটে আসা বইপ্রেমীরা সানন্দে প্রবেশ করে। প্রবেশের পর থেকে তারা বই কিনেছে মনের আনন্দে-হরষে। কিনবেন না-ই বা কেন, গত এক মাস লেখক, পাঠক ও প্রকাশকদের মাঝে যে মেলবন্ধন ঘটেছিল আগামীকাল থেকে আর লক্ষ করা যাবে না। 

এরই মধ্যে গতকাল সব শ্রেণি ও সব বয়সি প্রকৃত বইপ্রেমীদের আগমনের এই দিনে বিক্রি হয়েছে সবধরনের বই। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা, মুক্তিযুদ্ধ, শিশুতোষসহ সব ধরনের বইয়ের বিকিকিনিতে আর বৃষ্টির হানা থেকে রক্ষা পেতে মেলা শেষের আগের দিনে দম ফেলার ফুরসত পাননি বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে কর্মরতরা। মেলার বিভিন্ন প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্টরাও জানিয়েছেনও সে কথা।

মেলা শুরুর পরে থেকে বেচাবিক্রি কেমন ছিল? এমন প্রশ্নের জবাবে ঐতিহ্য প্রকাশনীর ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজল বলেন, এই সময়টাতে আমাদের যে ধরনের প্রত্যাশা থাকে তার চেয়ে বেশি বিক্রি করেছি। এই প্রকাশনীতে বেশি বিক্রি হয়েছে অনুবাদ, ইতিহাস ও ভ্রমণকাহিনী, উপন্যাস এবং গণঅভ্যুত্থানের বই।

অবসর প্রকাশনীর ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, বিক্রি আশাব্যঞ্জক হয়েছে। কিন্তু এবারের মেলার বিক্রি নিয়ে হতাশ। এত কম বিক্রি হয়েছে যে করোনাকালীন বছরের মেলার চেয়েও খারাপ। 

তিনি জানান, তাদের প্যাভিলিয়নে ক্ল্যাসিক্যাল উপন্যাস বেশি বিক্রি হয়েছে। আর এবারের মেলায় ‘মরিসাকির বইঘরের দিনগুলি’ এবং ‘অতঃপর মরিসাকির বইঘর’ বই দুটি বেশি বিক্রি হয়েছে।

অন্যপ্রকাশের জনসংযোগের দায়িত্বেরত তৌহিদ ইসলাম জানান, তাদের প্যাভিলিয়নে প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদের পুরোনো বইগুলোই বেশি বিক্রি হচ্ছে। আর এবারের সাদাত হোসাইনের বইগুলো, মৌরি মরিয়মের ‘এক হাজার টাকা’ এবং লামইয়া চৌধুরীর ‘আধভেজা শহর’সহ বেশ কয়েকটা বই ভালো বিক্রি হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার অমর একুশে বইমেলার ২৭তম দিনে নতুন বই এসেছে ১৭৬টি। আর এবারের মেলায় গতকাল পর্যন্ত মোট নতুন বই এসেছে ২ হাজার ৯৬৪টি। 

এদিকে, গতকাল মেলার মূল মঞ্চে বিকালে অনুষ্ঠিত হয় ‘একটি অভ্যুত্থানের জন্ম ও আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন রেজাউল করিম রনি। আলোচনায় অংশগ্রহণ করেন সৈয়দ নিজার। সভাপতিত্ব করেন কাজী মারুফ। 

আলোচনা শেষে শুরু সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কবি কণ্ঠে কবিতা পাঠ করেনÑ কবি মনজুর রহমান, রফিক হাসান, জান্নাতুল ফেরদৌসী, শোয়াইব আহমদ, ফেরদৌস আরা রুমী, নাইমা হোসেন, ড. নাইমা খানম, এনামুল হক জুয়েল এবং আমিরুল মুমিনিন মানিক। 

মেলার লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেনÑ কবি সায়ীদ আবুবকর, কবি মিতা আলী এবং কবি, সম্পাদক ও শিশুসাহিত্যিক জামসেদ ওয়াজেদ।

আজ মেলার অনুষ্ঠান : আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার; অমর একুশে বইমেলা ২০২৫-এর সমাপনী দিন। মেলা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর।

মেলার সমাপনী অনুষ্ঠান : মেলার মূলমঞ্চে বিকাল ৫টায় সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। প্রতিবেদন উপস্থাপন করবেনÑ ‘অমর একুশে বইমেলা ২০২৫’-এর সদস্য সচিব ড. সরকার আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মফিদুর রহমান। 

অনুষ্ঠানে কবি জসীমউদ্‌দীন সাহিত্য পুরস্কার ২০২৫, সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪, চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা