হাসনাত শাহীন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৬ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫০ পিএম
প্রবা ফটো
অমর একুশের চেতনায় এবং অমর একুশের শহীদদের স্মরণে অনুষ্ঠিত ‘অমর একুশে বইমেলা’ স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম। দেশের অন্যতম ঐতিহাসিক একুশের চেতনাদীপ্ত এই মেলার সঙ্গে ২০১৪ সালে মুক্তিযুদ্ধের চেতনা যুক্ত হয়ে ‘অমর একুশে বইমেলা’ অনুষ্ঠিত হচ্ছে একুশের চেতনাদীপ্ত প্রতিষ্ঠান বাংলা একাডেমি এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে। আর এবার সেই মেলার সঙ্গে বিগত ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের বিষয় যুক্ত হয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ’ শীর্ষক প্রতিপাদ্যে অনুষ্ঠিত হচ্ছে ‘অমর একুশে বইমেলা-২০২৫’।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এবারের এই বইমেলার ২৫তম দিন। মেলার এদিন পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছেÑ জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে অনুষ্ঠিত এবারের বইমেলায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণ ও জুলাইকে উপজীব্য করে লেখা বই বেশি প্রকাশিত হয়েছে। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রকাশকরাও বলছেন, এবারের বইমেলায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণ ও জুলাইকে উপজীব্য করে লেখা বিভিন্ন কবি-সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সৃষ্টি বেশি প্রকাশিত হবে- এটাই স্বাভাবিক।
এসব বইয়ে উঠে এসেছে জুলাইকে উপজীব্য করে কবিতা-গান ও গল্প-উপন্যাসের পাশাপাশি গণঅভ্যুত্থানের প্রত্যক্ষ অভিজ্ঞতার বিবরণ। এসব বই শুধু ভালো বিক্রি হচ্ছে বললে ভুল হবে, বলা যায়- এবারের মেলার জুলাই অভ্যুত্থান নিয়ে রচিত বইয়ের জয়জয়কার।
মেলার ২৫তম দিন পর্যন্ত বিভিন্ন প্রকাশনা সংস্থায় ঘুরে দেখা গেছে- জুলাই অভ্যুত্থান নিয়ে রচিত বইয়ের জয়জয়কার। এছাড়া বাংলা একাডেমির প্রাঙ্গণে অবস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলে গিয়েও দেখা মিলেছে সেখানে রাখা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভিন্ন প্রকাশনীর বইগুলো ভালো বিক্রি হচ্ছে।
বাংলা একাডেমি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টল ও বিভিন্ন প্রকাশনীর তথ্যমতে, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মেলায় এখন পর্যন্ত বই এসেছে ১২৫টিরও বেশি। এর মধ্যে নন-ফিকশন বই বেশি প্রকাশ হয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থানকে উপজীব্য করে গল্প ও কাব্যগ্রন্থ রচিত হয়েছে।
জুলাই অভ্যুত্থান নিয়ে প্রকাশিত কিছু উল্লেখযোগ্য বই
এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত প্রকাশনা সংস্থা ‘আদর্শ’ থেকে প্রকাশিত হয়েছে- সাংবাদিক ও প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আহম্মদ ফয়েজের ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ ও ফাহমিদুল হকের ‘জুলাই জাগরণের দিনলিপি’।
‘টি এন্ড টি পাবলিশার্স’ থেকে প্রকাশিত হয়েছে- সম্পাদনা গ্রন্থ ‘জুলাই বিপ্লবের রক্তাক্ত দলিল’। পাঁচ খণ্ডের এই বইটির সম্পাদক এস এম বিপাশ আনোয়ার। প্রকাশক জানান, বইটিতে জুলাই বিপ্লবের ৩৬ দিনে বিভিন্ন পত্রিকার প্রায় সমস্ত খবরাখবর, সংবাদ বিশ্লেষণ, ছবি, সম্পাদকীয়, উপ-সম্পাদকীয়সহ দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার প্রতিবেদন, বিশ্লেষণ ও মন্তব্য লিপিবদ্ধ করা হয়েছে। ১১টি অধ্যায় এবং প্রায় ৩ হাজার ৫০০ পৃষ্ঠার এই বইটি কিনতে হলে পাঁচ খণ্ড একসঙ্গে কিনতে হবে। ২৫% কমিশনে পাঁচ খণ্ডের এ বইটি কিনতে গুণতে হবে ১১ হাজার ২৫০ টাকা।
‘৩৬শে জুলাই থিঙ্কট্যাঙ্ক গ্রুপ’ প্রকাশ করেছে- সাংবাদিক মুহাম্মদ নূরে আলমের গবেষণামূলক বই ‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থান’। বই মেলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৯৬২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
জুলাই গণ-অভ্যুত্থানের ওপরে সবচেয়ে বেশি বই প্রকাশিত হয়েছে প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ থেকে। এ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছেÑ জুলাই গণ-অভ্যুত্থানের ওপরে বিভিন্ন ধারার ১০টি বই। বইগুলো হলো- আরমান আহমেদ সিদ্দিকীর ‘৩৬ জুলাই ২০২৪’, মঈন শেখের ‘জুলাইয়ের অশেষ পাখিরা’, ফরিদ উদ্দিন রনির ‘আত্মনিবেদন: চব্বিশের গণ-অভ্যুত্থানে জীবন দিলেন যারা’, অনুপম দেবাশীষ রায়ের ‘বিদ্রোহ থেকে বিপ্লব নিরাপদ সড়ক আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থান’, ফারজানা মাহবুবের ‘#জুলাই বিপ্লব’, সাব্কির জাদিদের ‘একটি গোলাপের জন্য’, ‘জুলাই বিপ্লবের কবিতা’, মুসা আল হাফিজের ‘অভ্যুত্থানের চিন্তাশিখা’, দেবাশীষ চক্রবর্তীর ‘রক্তাক্ত জুলাই’ প্রভৃতি।
‘প্রথমা’ প্রকাশ করেছে ৬টি বই। বইগুলো হলো- সাজ্জাদ শরিফের সম্পাদনা গ্রন্থ ‘জুলাই গণ-অভ্যুত্থানের সাক্ষ্য’, আসিফ নজরুলের ‘শেখ হাসিনার পতনকাল’, নজরুল ইসলামের ‘স্বৈরতন্ত্র প্রতিরোধের পথ’, মহিউদ্দীন আহমদের ‘আমিই রাষ্ট্র’, আলতাফ পারভেজের ‘লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথ পরিক্রমা’ ও ড. আল মাসুদ হাসানউজ্জামানের ‘ছাত্র-জনতার অভ্যুত্থান: নতুন পথে বাংলাদেশ’।
‘শোভা প্রকাশ’ নিয়ে এসেছে- আফরোজা খাতুনের ‘জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক একটি বই। এ বইটিতে লেখক জুলাই অভ্যুত্থানের বিভিন্ন বিষয়ের পাশাপাশি গণ-অভ্যুত্থানের সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকারভেদ ও ফলাফল সম্পর্কে আলোকপাত করেছেন। তুলে ধরেছেন- বায়ান্ন’র ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান, ১৯৯০-এর গণ-অভ্যুত্থান, ২০১৩ ও ২০১৮ সালের কোটাসংস্কার আন্দোলনসহ ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, আরব বসন্তর মতো বিপ্লব সম্পর্কেও। বইটির মূল্য ৩৭৫ টাকা।
‘মৃদূল প্রকাশন’ নিয়ে এসেছে- ‘দুনিয়া কাঁপানো জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ শীর্ষক সাংবাদিক মাহবুব আলমের একটি বই। লেখকের ভাষ্যমতে- রাজনৈতিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিকধর্মী এই বইটিতে সন্নিবেশিত হয়েছে লেখকের নিজের দেখা-জানা ও অভিজ্ঞতা এবং প্রমাণপ্রাপ্ত তথ্য। বইটির মূল্য ৫৭৫ টাকা।
এছাড়াও ‘আগামী প্রকাশনী’ প্রকাশ করেছে- হাসনাত আবদুল হাই এর জুলাই অভ্যুত্থান নিয়ে লেখা উপন্যাস ‘জুলাই ক্যালাইডোস্কোপ’, ‘রাবেয়া বুকস্’ নিয়ে এসেছে- ড. ফারুক হোসেনের ‘৩৬ জুলাই ছাত্র-জনতার বিজয়: ফ্যাসিবাদের পতন’, ‘অনন্যা’ থেকে জুলাই আন্দোলনের ওপরে দেয়ালে আঁকা বিভিন্ন গ্রাফিতি ও লিখনের ছবি সম্বলিত জি. এম রাজিব হোসেনের ‘দ্রোহের গ্রাফিতি’, ‘অন্বেষা প্রকাশন’ থেকে আমিনুল ইসলামের ‘গ্রীষ্মের ছুটিতে দুঃস্বপ্ন: জুলাই-আগস্ট ২০২৪’, ‘আনন্দম’ থেকে ‘রজত শুভ্র রায়ের সম্পাদিত কাব্যসংকলন ‘অভ্যুত্থিত রক্তবন্যা’, ‘শিখা প্রকাশনী’ থেকে কাদের মাজহারের ‘কারাগারে স্মৃতিকথা’, ‘মেরিট ফেয়ার প্রকাশন’ থেকে ড. মো. হাসানুজ্জামান জুয়েলের ‘জুলাই বিপ্লব: কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন’, ‘বায়ান্ন’ থেকে সখিদার মো. জহুরুল ইসলাম ছনির ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়: আন্দোলন রাজনীতি’, ‘নবারুণ পাবলিকেশন’ থেকে মাহবুবুর রহমান শাহীনের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: নতুন বাংলাদেশের আদ্যোপান্ত’, ‘সৃজনী’ থেকে মো. আল আমিন সম্পাদিত ‘রক্তাক্ত জুলাই ২০২৪’, ‘কাব্যকথা’ থেকে জালাল খান ইউসুফীর ‘গণঅভ্যুত্থানের পুঁথি: ৩৬ জুলাই ২০২৪’, ‘চন্দ্রবিন্দু’ থেকে নাজির উদ্দীন মাহমুদ ও কাউছার হায়দারের সম্পাদনায় জুলাইয়ের গ্রাফিতির সংকলন ‘ভিন্নমতের দেয়াল’, ‘জনপ্রিয় প্রকাশনী’ থেকে অন্নি ইসলামের সম্পাদনায় ‘আমার দেখা গণঅভ্যুত্থান ২০২৪’ ও মেহেদী হাসান ডালিমের ‘হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণঅভ্যুত্থান’, ‘মুক্তদেশ’ থেকে এস এম মাসুদ রানার ‘মানচিত্রের কান্না’, ‘এশিয়া পাবলিকেশনস’ থেকে মাওলানা মহিউদ্দিন বিন জুবায়েদের ‘বৈষম্যবিরোধী আন্দোলন’, ‘আলোঘর প্রকাশনী’ থেকে মোহাম্মদ আবদুল মজিদের ‘বৈষম্যবিহীন বাংলাদেশের সন্ধানে’, ‘আকাশ’ থেকে খন্দকার মাশরুকুর রহমান সাইমের ‘রক্তক্ষয়ী কোটা ২০২৪’, ‘বিদ্যাপ্রকাশ’ থেকে সায়ন্থ সাখাওয়াৎ-এর ‘জুলাই গণঅভ্যুত্থান ও জেল জীবন’, ‘আলোর ঠিকানা’ থেকে আমিরুল মোমেনীন মানিকের গল্পগ্রন্থ ‘গুমরাজ্যে গোলাপের ঘ্রাণ’, রাকিবুল এহছান মিনারের ‘বোধের অভ্যুত্থান’ ও আরিফ হোসেন সবুজের ‘বাকশাল থেকে স্বৈরাচার’ শীর্ষক দুটি কাব্যগ্রন্থ এবং ‘দি রয়েল পাবলিশার্স’ থেকে বেরিয়েছে আহমদ মতিউর রহমানের তিনটি বইÑ ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪’, ‘আমি বিজয় দেখেছি- ৩৬ জুলাই’ ও ‘দেশ কাঁপানো ২৩ দিন’।
এছাড়াও ‘বাতিঘর প্রকাশনী’ থেকে মোহাম্মদ নাজিম উদ্দিনের সম্পাদনায় ১০ জন লেখকের ১৫টি গল্পের বই ‘জুলাইর গল্প’ ও ‘লাল বসন্তের দিনলিপি’, ‘মিজান পাবলিশার্স’ থেকে মো. শাহ্ আলমের ‘হৃদয়ে জুলাই ৩৬’, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন অন্তর্বর্তী সরকার’, ‘ঘাসফুল’ থেকে বেরিয়েছে- ‘গুলি ও গাদ্দার’, ‘মাস্তুলের ঝড়’ ও ‘দোয়েল পাখি’, ‘জ্ঞানকোষ’ থেকে বেরিয়েছে ‘ট্রেন টু ঢাকা’ ও ‘নতুন দিগন্তে জেগেছ ভোর’, ‘সংস্কৃতি প্রকাশন’ থেকে লেখক, গবেষক, ইতিহাসবিদ বদরুদ্দীন উমরের ‘বাঙলাদেশে জুলাই এর গণঅভ্যুত্থান’সহ আরও বেশকিছু বই।