× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাষা ও ভাষা আন্দোলনের নতুন বই হাতে গোনা

হাসনাত শাহীন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৮ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৪ এএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুক্রবার অমর একুশে বইমেলায় ছিল উপড়ে পড়া ভিড়। প্রবা ফটো

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুক্রবার অমর একুশে বইমেলায় ছিল উপড়ে পড়া ভিড়। প্রবা ফটো

বাঙালি জাতির মহান ভাষা আন্দোলনের অমর স্মারক একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বের সব জাতির মাতৃভাষা দিবস। শুধু তাই নয়, বাঙালি জাতি তার মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর যে বইমেলার আয়োজন করে থাকে; সেটাও পৃথিবীর যেকোনো বইমেলার চেয়ে একেবারে আলাদা। পৃথিবীর যেকোনো বইমেলার চেয়ে অমর একুশে বইমেলার ভিন্নতা মাসব্যাপী সময়কাল এবং বই প্রকাশের ক্ষেত্রেও। পরিতাপের বিষয়Ñ ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের একুশের বইমেলায় বরাবরের মতো এবারও ভাষা আন্দোলন নিয়ে প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা খুবই কম।

এবারের বইমেলায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ঘুরে দেখা গেছে, প্রতি বছরের মতোই এবারও এই বইমেলাকে কেন্দ্র করে বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে শত শত বিভিন্ন ধরনের বই। বইমেলায় দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থার কয়েকশ স্টল ঘুরে দেখা গেছে, সেখানে গল্প, কবিতা, উপন্যাসের ছড়াছড়ি থাকলেও একুশ ও ভাষা নিয়ে প্রকাশিত হাতে গোনা কয়েকটা নতুন বই পাওয়া গেছে। প্রকাশকদের দাবি, ভাষা আন্দোলন নিয়ে পাণ্ডুলিপি পাওয়া যায় না, তাই তারা বই প্রকাশ করতে পারছেন না।

বইমেলায় একুশের প্রকাশনা এত কম কেনÑ এমন প্রশ্নের উত্তরে বৈষম্যবিরোধী জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ভাষা আন্দোলনের ওপর পাণ্ডুলিপি পাওয়া যায় না বলেই এ বিষয়ে বই কম প্রকাশিত হয়। যারা কাজ করছেন তারা প্রায় সবাই ভাষাসংগ্রামী। পরবর্তী প্রজন্ম কাজ কম করছে। কিন্তু কাজ হওয়া দরকার। ভাষা আন্দোলনের স্মারকগুলো কমে যাচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ভাষা আন্দোলন ও ভাষা সাহিত্য নিয়ে গবেষণা বিষয়ক উইং খোলা উচিত। তাহলে ভাষা আন্দোলনের ওপর নতুন কাজ হবে।

প্রতীক প্রকাশনীর স্বত্বাধিকারী নূর-ই-মোন্তাকিম আলমগীর প্রতীক বলেন, ভাষা আন্দোলন ও একুশ নিয়ে আমরা অনেক বেশি বই প্রকাশ করতে চাই, কিন্তু পাণ্ডুলিপি পাই না। পাণ্ডুলিপি সংকটেই একুশের বইমেলায় একুশের প্রকাশনা যৎসামান্য। এর একটাই কারণ তা হলোÑ মহান একুশ নিয়ে পর্যাপ্ত গবেষণা করে লেখার লেখক এখন শুধু কমই নয়; নেই বললেই চলে।

বাংলা একাডেমির সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, শুক্রবার পর্যন্ত মেলার প্রথম ২১ দিনে ২ হাজার ২১২টি নতুন বই এসেছে। ২১তম দিনে বই এসেছে ৩০৭টি। তবে এদিন পর্যন্ত বইমেলা ঘুরে দেখা গেছে, ভাষা আন্দোলন এবং ভাষা বিষয়ে বই এসেছে হাতে গোনা কয়েকটা। এর মধ্যে এবার আগামী প্রকাশনা থেকে ভাষা আন্দোলনের ওপর তিনটি বই এসেছে। বইগুলো হলোÑ এম আবদুল আলীমের ‘ভাষা আন্দোলনে আবদুল গাফ্ফার চৌধুরী’ ও ‘ভাষা আন্দোলনে মওলানা ভাসানী’ এবং আবদুন্ নূর-এর ‘রক্তস্নাত একুশে’। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছেÑ এম আবদুল আলীমের ‘ভাষা আন্দোলনে নিম্নবর্গ ও অন্যান্য প্রসঙ্গ’, ঐতিহ্য থেকে এসেছেÑ এবাদুর রহমান সম্পাদিত বই ‘পূর্ব বাঙলার ভাষা’ ও মুহাম্মদ শহীদুল ইসলামের (সংকলক-সম্পাদক) ‘ভাষা-বিতর্ক’, মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে কাজী রেহানা মাসুদের ‘ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা’ শীর্ষক একটি বই। এ ছাড়াও বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে নানা সময়ে প্রকাশিত হয়েছে আরও অনেক বই। এর মধ্যে ‘অবসর’ প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে একেএম শাহনাওয়াজের গবেষণাগ্রন্থ ‘ভাষা আন্দোলন পরিপ্রেক্ষিত ও ইতিহাস’ এবং আবদুল হকের ‘ভাষা আন্দোলনের আদিপর্ব’। ‘বাঁধন পাবলিকেশন্স’ থেকে প্রকাশিত হয়েছে মুহাম্মদ হাবিবুর রহমানের ‘বাংলা ভাষার সংগ্রাম এখনও অসমাপ্ত’ এবং ড. ইসরাইল খানের ‘ভাষার রাজনীতি ও বাংলার সমস্যা’ শীর্ষক দুটি বই। অ্যাডর্ন পাবলিকেশন থেকে ভাষা আন্দোলন ও অমর একুশে নিয়ে ১০টিরও অধিক বই প্রকাশিত হয়েছে।

এদিকে সকাল ৭টায় শুরু হওয়া বইমেলায় ঘুরে ঘুরে দেখা গেছেÑ মেলার শুরু থেকে দুপুর পর্যন্ত প্রায় জনশূন্য ছিল; এই সময়ে তেমন বইও বিক্রি হয়নি। এ সময়ে এ নিয়ে মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রকাশনা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টরা হতাশাও ব্যক্ত করেছেন। কিন্তু বিকাল থেকেই মেলায় বাড়তে থাকে ভিড়। আর সন্ধ্যা নামতেই মেলায় নামে প্রকাশকদের ২০ দিন ধরে শোনানো প্রত্যাশিত জনস্রোত। এরপরও তারা বলছেনÑ এবারের এই অমর একুশের দিনই শুধু নয়; পুরো মেলায় অন্যবারের মতো ভালো বই বিক্রি হচ্ছে না।

মেলার মূলমঞ্চের আয়োজন

বিকালে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘অমর একুশে বক্তৃতা ২০২৫’। এতে স্বাগত বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। ‘ভাষার লড়াই, গণঅভ্যুত্থান ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আনু মুহাম্মদ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

এ আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কবিকণ্ঠে কবিতা পাঠ করেন কবি রুম্মানা জান্নাত, কবি নিলয় রফিক ও কবি কাজিম রেজা। পরে সংগীত পরিবেশিত হয়। অন্যদিকে মেলার লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি মোহন রায়হান ও কবি আবিদ আজম।

শনিবারের বইমেলা

শনিবার; অমর একুশে বইমেলার ২২তম দিন। এদিনের মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। এর মধ্যে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর। বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জীবন ও কর্ম : কায়কোবাদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন ইমরান কামাল। আলোচনায় অংশগ্রহণ করবেন হাবিব আর রহমান। সভাপতিত্ব করবেন আবু দায়েন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা