প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৭ পিএম
ছবি: সংগৃহীত
বিতর্ক যেনো পিছু ছাড়ছে না বইমেলার। শুরুটা হয় তসলিমা নাসরিন দিয়ে। এরপর চাঁদাবাজি, শিশুদের দিয়ে সিগেরেট বিক্রি এবং স্যানিটারি ন্যাপকিন বিক্রি বন্ধের ইস্যুতে বিতর্কে জড়ায় এবারের বইমেলা।
সর্বশেষ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সেখানে নতুন করে যুক্ত হল হিজড়াদের চাঁদা দাবির ঘটনা।
সরজমিনে দেখা যায়, সন্ধ্যা ৭টার পরই হঠাৎ একদল হিজড়া আসে সেখানে। স্টলে স্টলে ঘুরে তারা চাঁদা দাবি করতে থাকে। কোথাও ১ হাজার অথবা কোথাও ৫০০ টাকা দাবি করেন তারা। সবার কাছ থেকে জোর করে টাকা আদায় করা হয়। টাকা দিতে না চাইলে অকথ্য ভাষায় গালিসহ বাজে ব্যবহারও করা হয় অনেকের সঙ্গে।
এ ঘটনায় সেখানে উপস্থিত সাংবাদিকরা জানতে চাইলে মুখ লুকিয়ে দ্রুত পালিয়ে যায় হিজড়া দলের সদস্যরা।
মেলায় উপস্থিত র্যাবের দায়িত্বপ্রাপ্তরা জানান, এ বিষয়ে স্টল মালিক বা কেউ আমাদের অভিযোগ জানায়নি। অভিযোগ জানালে আমরা আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারতাম। বিষয়টি আমরা নজরে রাখবো।
র্যাবের মতই একই কথা জানান ডিএমপির কর্মকর্তারা। সাংবাদিকদের বলেন, আমরা কোন অভিযোগ পাইনি। এ বিষয়ে উর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয় হবে।