× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিড়ের সঙ্গে বাড়ছে নতুন বই

হাসনাত শাহীন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৬ পিএম

বইমেলায় আসা কিছু নতুন বই

বইমেলায় আসা কিছু নতুন বই

জাতির মেধা ও মননের প্রতীক বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘অমর একুশে বইমেলা’। গতকাল মঙ্গলবার ছিল মেলার চতুর্থ দিন। দিন যত বাড়ছে মেলায় পাঠক উপস্থিতির সঙ্গে বাড়ছে নতুন বইয়ের সংখ্যাও। নতুন বই আর মেলার সময় বাড়ার সঙ্গে বইপ্রেমীদের সরব উপস্থিতি মেলার দুই প্রাঙ্গণ জুড়েই ছিল প্রত্যাশার চেয়ে বেশি।

প্রতিদিনের মতোই গতকালও বেলা ৩টায় মেলার প্রবেশদ্বার খোলা হয়। এ সময় মেলায় প্রবেশের দীর্ঘ সারি দেখা না গেলেও সময়ের সঙ্গে বাড়তে থাকে বইপ্রেমীর সংখ্যাও। মেলার মাঝামাঝি সময়েই মেলার দুই প্রাঙ্গণ ভরে ওঠে প্রাণের তাগিদে বইয়ের চিরন্তন আগ্রহে একক, দ্বৈত ও দলবদ্ধ হয়ে মেলায় ছুটে আসা আবালবৃদ্ধবনিতার অমোঘ পদচারণায়। সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাংলা একাডেমি সর্বত্রই নির্ভয়ে-শঙ্কাহীন গণমানুষের এ পদচারণা যেন মিশেছিল চিরায়ত বাঙালির বইয়ের প্রতি প্রাণের অমোঘ ও অপাঙ্‌ক্তেয় আবেদন। তাদের মুখের ভাষা-চোখের চাহনি-ভালোবাসাময় পদক্ষেপ দেখে মনে হয় তারা যেন একুশের চেতনায় নতুন করে ঋদ্ধ হতে মেলা প্রাঙ্গণে ছুটে এসেছেন। তাদের সবার মনে-মননে ও চেতনায় যেন নাড়া দিয়েছে প্রাণের বইমেলা।

সন্ধ্যার কাছাকাছি সময়ে এসে মেলার দু’প্রাঙ্গণই হয়ে ওঠে লোকে-লোকারণ্য। দু’প্রাঙ্গণের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থার স্টলগুলোর সামনে বেড়ে যায় ভিড়ের পরিমাণ। মনোযোগ সহকারে প্রিয় লেখকের পছন্দের বইয়ের পাতা উল্টিয়ে-পাল্টিয়ে দেখার পাশাপাশি কিনেও নিচ্ছেন কাঙ্ক্ষিত বইটি। 

প্রকাশকরাও জানালেন, গত তিন দিনের তুলনায় আজ (গতকাল) বই বিক্রি তুলনামূলক বেশি। নতুন বইয়ের সংখ্যাও বাড়ছে। মেলা নিয়ে এখনও সফলতা-ব্যর্থতার হিসাব করার সময় না এলেও মেলার এই সময়ের বেচাবিক্রি বিগত কয়েক বছরের তুলনায় অনেক বেশিই বলা যায়। 

তবে চতুর্থ দিনের মেলায় বিকাল থেকে শেষের আগ পর্যন্ত দেখা গেছে, মাঝারি ও ক্ষুদ্র প্রকাশকদের বিক্রি ছিল অপরিবর্তিত। তারা জানান, মেলার প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে তেমন বিক্রি হয় না। এবারও তাই হচ্ছে। তবে শীর্ষস্থানীয় প্রকাশনীর পাশাপাশি অচিরেই মাঝারি ও ক্ষুদ্র প্রকাশনীগুলোতে বিকিকিনি বাড়বে বলে আশাবাদী প্রকাশকরা।

এদিকে, মহান একুশের অবিনাশী ধারার ঐতিহাসিক হৃদয়স্পর্শী একুশে চেতনার পাশাপাশি বাঙাঙির পরবর্তী সালের গণতান্ত্রিক সংগ্রামের ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার চেতনা একই সূত্রে গাঁথা। এই মেলার আজ বুধবার; ৫ম দিন। কর্মদিবস বলে এ পঞ্চম দিনের বইমেলারও প্রবেশপথ খুলবে বেলা ৩টায়। যথারীতি শেষ হবে রাত ৯টায়। তবে রাত সাড়ে ৮টার পরে আর কেউই মেলায় প্রবেশ করতে পারবেন না।

মেলার নতুন বই : গতকাল মঙ্গলবার ‘অমর একুশে বইমেলা-২০২৫’ মেলার চতুর্থ দিনে নতুন বই এসেছে ৪৭টি। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলÑ প্রকাশনা সংস্থা ‘অনন্যা’ থেকে প্রকাশিত হয়েছে কবি আবদুল হাই শিকদারের ‘আমরা মানুষ আমরা এসেছি’, ‘কথাপ্রকাশ’ থেকে প্রকাশিত হয়েছে সিরাজুল ইসলাম চৌধুরীর বই ‘উন্নতি উত্থান অভ্যুত্থান’, ‘ঐতিহ্য’ প্রকাশ করেছে এবাদুর রহমান সম্পাদিত ‘পূর্ব বাঙলার ভাষা’, ‘অন্যপ্রকাশ’ থেকে সাদাত হোসাইনের উপন্যাস ‘শঙ্খচূড়’, ‘সময় প্রকাশন’ থেকে অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজের বই ‘হ‍ুমায়ূন স্যারের চোখের জল’ এবং প্রকাশনা সংস্থা ‘আনন্দম’ থেকে প্রকাশিত হয়েছে সুষুপ্ত পাঠকের বই ‘নো ম্যানস ল্যান্ড’।

মেলা মঞ্চে গতকালের আয়োজন : প্রতিদিনের মতো গতকাল বিকাল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই ছিল ‘কুমুদিনী হাজং : জুইলৗ তারা, তারালা জুই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন পাভেল পার্থ। আলোচনায় অংশগ্রহণ করেন মতিলাল হাজং এবং পরাগ রিছিল। সভাপতিত্ব করেন আবু সাঈদ খান।

আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেনÑ কবি আবদুল হাই শিকদার, কবি সোহেল হাসান গালিব। আবৃত্তি করেনÑ ইশরাত শিউলি এবং কাজী বুশরা আহমেদ তিথি। পরে অনুষ্ঠিত হয় তাহমিনা সারোয়ার পরিচালিত সাংস্কৃতিক সংগঠন ‘উপান্তিক থিয়েটার’-এর পরিবেশনা। 

লেখক বলছি মঞ্চের আয়োজন : গতকাল লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেনÑ কবি আতাহার খান, কথাসাহিত্যিক পাপড়ি রহমান। 

মেলামঞ্চের আজকের আয়োজন : আজ বুধবার, বিকাল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘হোসেনউদ্দীন হোসেন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন আহমেদ মাওলা। আলোচনায় অংশগ্রহণ করবেনÑ শহীদ ইকবাল এবং আবুল ফজল। সভাপতিত্ব করবেনÑ মঈনুল আহসান সাবের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা