প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১৯:২৬ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ১৯:৩১ পিএম
‘খালেদা জিয়া: অ্যা বায়োগ্রাফি অব ডেমোক্রেসি’ বইয়ের মোড়ক উন্মোচনে বক্তারা। প্রবা ফটো
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনীগ্রন্থ ‘খালেদা জিয়া: অ্যা বায়োগ্রাফি অব ডেমোক্রেসি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি লিখেছেন শিক্ষামন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক কাজী কাইয়ুম শিশির।
সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গ্রন্থটির মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন ও গ্রন্থের ওপর আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার।
ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার বলেন, ডেমোক্রেসির যে একটা বায়োগ্রাফি আছে, সেটাই এই বইটা। বইটির লেখককে তিনি এ জন্য ধন্যবাদ জানান।
বাংলাদেশ সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি জয়নুল আবেদিন বলেন, বইটিতে সুন্দর করে বেগম খালেদা জিয়ার জীবনবৃত্তান্ত তুলে ধরেছেন লেখক। গেল ১৫ বছর আমাকে মূক ও বধির করে রাখা হয়েছিল। বইটি প্রশংসিত, অনেক অজানা তথ্য এই বইটিতে রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাবেক যুগ্ম মহাসচিব প্রফেসর ড. খালেকুজ্জামান, নাট্যব্যক্তিত্ব আজিজ আহমেদ ও অধ্যাপক আতাউর রহমান প্রমুখ।