× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শতবর্ষী ১৮টি গাড়ি নিয়ে বাংলাদেশ ঘুরে গেল ইউরোপের পর্যটক দল

যশোর সংবাদদাতা

প্রকাশ : ১১ নভেম্বর ২০২২ ২২:১০ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২২ ১২:২৮ পিএম

শতবর্ষী গাড়ি নিয়ে বাংলাদেশ ঘুরে গেলেন ৪৩ পর্যটক।

শতবর্ষী গাড়ি নিয়ে বাংলাদেশ ঘুরে গেলেন ৪৩ পর্যটক।

শত বছরের পুরোনো বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি ১৮টি গাড়ি নিয়ে বাংলাদেশ ভ্রমণ শেষে ভারত গেছেন ইউরোপের একদল পর্যটক।

শুক্রবার (১১ নভেম্বর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ইউরোপের এ পর্যটক দলটি ভারতে প্রবেশ করেছে বলে জানান আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, বেনাপোলে পৌঁছালে পর্যটক দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন শার্শার উপকমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, কাস্টম হাউসের ডেপুটি কমিশনার তানভীর রহমান, আইসিপি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম।

ওই বহরে ছিল প্রাচীন ভিনটেজ মডেলের ১৬টি কার ও ২টি ডাবল ইঞ্জিন বিএমডব্লিউ মোটরসাইকেল।


৩৪ জন পর্যটক ও নয়জন সহকারী ছিলেন সে দলে; যাদের প্রত্যেকের বয়স ৬০ বছরের বেশি।

রবিবার সকালে ভারতের ডাউকি সীমান্ত হয়ে সিলেটের তামাবিল ইমিগ্রেশন সম্পন্ন করে বাংলাদেশ প্রবেশ করে ৪৩ জনের ওই পর্যটক দল। মঙ্গলবার বিকালে তারা গাজীপুরের সারাহ রিসোর্টে পৌঁছায়।

সারাহ রিসোর্টে রাতযাপন শেষে বুধবার সকালে তারা পাবনার উদ্দেশে রওনা হয়। পাবনায় এক রাত থেকে যশোর পৌঁছায় দলটি।

কয়েকটি জেলা ঘুরে চার দিন পর বৃহস্পতিবার তারা যশোরে এসে পৌঁছায়। যশোরের জাবির হোটেল ইন্টারন্যাশনালে এক রাত অবস্থান করে শুক্রবার সকালে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করে।

ভ্রমণের সময় বাংলাদেশের মানুষ, প্রকৃতি, শিল্প-সংস্কৃতি, খাবারের সঙ্গে পরিচিত হন বিদেশি এই পর্যটকরা। যশোরের মানুষের আচার-আচরণ, প্রাকৃতিক রূপ-রস আর আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন তারা।

২০ অক্টোবর শুরু হওয়া আন্তর্জাতিক ইস্ট ইন্ডিয়া হিমালয় ভিনটেজ কার র‌্যালিতে অংশ নেওয়া দলটি এ বছর বাংলাদেশসহ তিনটি দেশ ভ্রমণ করবে।

২৪ দিনের ভ্রমণে ৩ হাজার ২৪৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে র‌্যালিটি ১২ নভেম্বর কলকাতায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

শত বছরের পুরোনো নামিদামি মডেলের গাড়ি দেখে উচ্ছ্বসিত যশোরের মানুষ। রাস্তায় দাঁড়িয়ে থেকে গাড়ির র‌্যালি দেখেছেন স্থানীয়রা।

বেনাপোলের একজন দর্শনার্থী ৫৮ বছরের মশিয়ার রহমান বলেন, ‘আমার বয়সে এমন ডিজাইনের গাড়ি দেখিনি। প্রথমবারের মতো দেখলাম। অনেক ভালো লাগল।’

বেলজিয়াম, পর্তুগাল, ফিনল্যান্ড, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্যসহ অন্তত নয়টি দেশের নাগরিক নিজেদের খরচে এ ভ্রমণে বের হয়েছেন। প্রতি বছর তারা ভ্রমণে বের হন বলে জানান।

বাংলাদেশ অংশের ব্যবস্থাপনায় ছিল ‘দ্য জার্নি ওয়ালেট’ নামের একটি প্রতিষ্ঠান।

দ্য জার্নি ওয়ালেটের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বলেন, ‘পর্যটক দলটি বাংলাদেশে এসে অনেক খুশি হয়েছে। এ দেশের সংস্কৃতি, আচার-আচরণ তাদের পছন্দ হয়েছে। এদের অনেক গাড়ি ৮০ ও ১০০ বছরের পুরোনো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা