× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিপস

চশমা ভালো রাখতে

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ১৪:২৩ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২২ ১৭:১৩ পিএম

চশমা ভালো রাখতে

চশমা অনেকের কাছে নিত্য অ্যাকসেসরিজ। এর ফ্রেম, শেপ, রং, গ্লাস নিয়ে ফ্যাশন দুনিয়ায় অহরহ এক্সপেরিমেন্ট চলতেই থাকে। শুধু স্টাইলিশ চশমা পছন্দ করলেই হবে না, নিতে হবে সঠিক যত্ন। জেনে নেওয়া যাক কিছু সহজ টিপস।

কী করবেন?

  • যারা সবসময় চশমা পরেন তাদের চশমা নিয়মিত পরিষ্কার করা উচিত।
  • প্রতিদিন নিয়ম করে মাইক্রোফাইবারের কাপড় দিয়ে আলতোভাবে সার্কুলার মোশনে চশমার লেন্স ও সারফেস মুছে নিন।
  • শক্ত বা খসখসে কাপড় ব্যবহার করবেন না। এতে লেন্সে স্ক্র্যাচ পড়ে যেতে পারে।
  • সপ্তাহে এক দিন চশমা ধুয়ে পরিষ্কার করুন। একটি বাটিতে হালকা গরম পানি নিয়ে কয়েক ফোঁটা লিকুইড সাবান মেশান। সেই পানিতে চশমা কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে নিন। পরে নরম কাপড় দিয়ে মুছে নিন।
  • চশমা পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের লেন্স ক্লিনার স্প্রে পাওয়া যায়। চশমায় এ স্প্রে লাগিয়ে মাইক্রোফাইবারের কাপড় দিয়েও চশমা মুছে নিতে পারেন।
  • একটি কটন বাড ক্লিনিং সলিউশনে ডুবিয়ে চশমার নোজ প্যাড পরিষ্কার করে নিন।
  • চশমায় ঘাম লাগলে তা ভালো করে মুছে রাখুন। ঘাম বসে গেলে ফ্রেমে দাগ হয়ে যায়। এ ছাড়া ঘাম লেন্সেরও ক্ষতি করে।
  • যখন চশমা পরে থাকবেন না, তখন নির্দিষ্ট সাইজের শক্ত কেসে রাখুন। এতে চশমায় স্ক্র্যাচ পড়বে না। ফ্রেমের শেপ বেশিদিন ভালো থাকবে।
  • চশমা বানানোর সময় খেয়াল রাখুন লেন্সের গুণগত মান যেন ভালো হয়। না হলে চোখের ক্ষতি হতে পারে।
  • চোখের পাওয়ার পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে নতুন চশমা বানিয়ে নিন। যাদের সবসময় চশমা পরতে হয় বা পাওয়ার বেশি তারা সবসময় দুটো চশমা একসঙ্গে বানিয়ে রাখুন। এতে একটা চশমা হঠাৎ ভেঙে গেলেও অসুবিধায় পড়়বেন না।
  • দীর্ঘদিন একই চশমা পরলে অনেক সময় লেন্স ফ্যাকাশে হয়ে যায় কিংবা লালচে আভা দেখা দেয়। এ ক্ষেত্রে দেরি না করে নতুন চশমা বানিয়ে নিন।
  • কয়েক মাস অন্তর দোকানে গিয়ে চশমার স্ক্রু অ্যাডজাস্ট করিয়ে নিন।

যা করবেন না

  • চশমা পরিষ্কার করার জন্য অ্যামোনিয়া, ব্লিচ, ভিনিগার বা উইন্ডো ক্লিনার জাতীয় জিনিস ব্যবহার করবেন না। এগুলো চশমার লেন্স ও কোটিংয়ের ক্ষতি করে।
  • চশমার লেন্সে হাত দেবেন না। এতে লেন্সে আঙুলের ছাপ পড়ে যায় এবং দেখতে অসুবিধা হয়।
  • এক হাত দিয়ে চশমা খুলবেন না। এতে ফ্রেম বেঁকে যেতে পারে।
  • চশমা মাথার ওপর তুলে রাখবেন না। এতে চশমার অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যায়। চশমার লেন্স ঠিক থাকলেও অ্যালাইনমেন্ট ঠিক না হলে দেখতে অসুবিধা হয়।
  • জামাকাপড় পরার সময় চশমা খুলে রাখুন। না হলে চশমায় ক্রমাগত চাপ পড়ে ফ্রেম বেঁকে যেতে পারে।
  • চশমা পড়ে গিয়ে ভেঙে যাওয়া খুব স্বাভাবিক। তাই চশমা খুলে নির্দিষ্ট স্থানে সাবধানে রাখুন।
  • চশমা খুলে রাখার সময় লেন্সের দিকটা সবসময় ওপরের দিকে রাখুন। লেন্স নিচের দিকে রাখলে ঘষা লেগে লেন্স খারাপ হয়ে যেতে পারে।
  • বালিশের পাশে বা নিচে চশমা রেখে ঘুমাবেন না। এতে অসাবধানে চশমা বেঁকে বা ভেঙে যেতে পারে।
  • চশমা সরাসরি রোদে ফেলে রাখবেন না। এতে লেন্স বা ফ্রেমের ক্ষতি হতে পারে।
  • নিজের চশমা অন্য কাউকে পরতে দেবেন না। এতে চশমার ফিটিংস নষ্ট হয়ে যায়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা