× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিবি রাসেলের হাতেকলমে প্রশিক্ষণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ১৭:২২ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৪ ১৭:২৩ পিএম

বিবি রাসেলের হাতেকলমে প্রশিক্ষণ

হাতেকলমে ফ্যাশন ডিজাইনিংয়ে প্রশিক্ষণ দিচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেল। এই সুবিধা পাচ্ছেন ঢাকার ২০ নারী উদ্যোক্তা। ৬ মার্চ ঢাকার শ্যামলীর রিং রোডে ওমেন ইন ডিজিটালের উদ্যোগে শুরু হয়েছে ‘ফ্যাশন ডিজাইন ক্র্যাশ কোর্স উইথ বিবি রাসেল’। পাঁচ মাসব্যাপী এই কোর্সের নেতৃত্ব দিচ্ছেন বিবি রাসেল।

দেশে ফ্যাশন পণ্য নিয়ে কাজ করা নারী উদ্যোক্তাদের মধ্য থেকে ২০ জনকে এই প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়। যেখানে থাকছে বুটিক, জুয়েলারি ও লেদারের পণ্য। পুরো কার্যক্রমটির নেতৃত্ব দেবেন বিবি রাসেল। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীতে এই প্রথমবারের মতো নারীদের ফ্যাশন ডিজাইনের প্রশিক্ষণ দিচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন আইকন ও মডেল বিবি রাসেল। দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ২০ জন নারী নির্বাচিত করা হয়েছে এই প্রশিক্ষণের জন্য।


বিবি রাসেল বলেন, ‘এই প্রথম আমি ঢাকায় প্রশিক্ষণ দিচ্ছি। দেশের নারীরা অনেক পরিশ্রমী এবং তারা খুবই ভালো মানের কাজ করতে পারে। কিন্তু তাদের কাজে ছোটখাটো কিছু সমস্যা থাকে। ফলে এই কাজগুলো নিয়ে তারা বিশ্ববাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। তাদের সেই সমস্যার জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি। তাহলে তারা এই ফ্যাশন ডিজাইনে বিশ্ববাজারে একটি নেতৃত্বের পর্যায়ে উঠে আসবে।’

ওমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা ও সিইও আচিয়া নীলা বলেন, ‘শুধু প্রশিক্ষণ নয়, বরং আমাদের কার্যক্রম অনেক বেশি সুদূরপ্রসারী। এখানে প্রশিক্ষণার্থীর প্রত্যেকেই ভিন্ন ভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করছে। তাদের প্রত্যেকেরই পণ্য আলাদা। প্রশিক্ষণ শেষে বিবি রাসেলের নেতৃত্বে প্রত্যেকে উৎপাদনে যাবে। এ সময় তাদের সক্ষমতা যাচাই করা হবে। এরপর তাদের পণ্য নিয়ে প্রথমে স্থানীয় পর্যায়ে, পরে জাতীয় পর্যায়ে ফ্যাশন শোর আয়োজন করা হবে। আমরা প্রশিক্ষণার্থীদের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রোমোট করতে চাই।’

অংশগ্রহণকারী ২০ জন প্রশিক্ষণার্থী উদ্যোক্তা হলেনÑ মাকসুদা পারভীন ইভা, মাসহুদা হক ইফা, নাসিমা আক্তার, রাইসা মনিজা আক্তার, রুবাইয়াত চৌধুরী, রাহনুমা সুলতানা, শাহীন আক্তার কণা, শাহীন শানীল, তাহমিনা চৌধুরী, তানিয়া অহাব, তৌওহীদা আক্তার সংগীতা, মাহজাবীন রহিম মৈত্রী, ফারহানা মুনমুন, এভলী চাকমা, ফারাহ সেরাজ, ফারহানা আলম, জান্নাতুল ফেরদৌস হীরা, রেহেমুমা হোসেন, মাহমুদা রহমান ও অলকা রানী কোচ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা