× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন তিন সংগ্রহ নিয়ে লা রিভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২১ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫০ পিএম

নতুন তিন সংগ্রহ নিয়ে লা রিভ

ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ ফাল্গুন, ভ্যালেন্টাইন ও গ্রীষ্মকালীন এই তিনটি কালেকশন লঞ্চ করেছে একসঙ্গে। মোটিফ, রঙের বিন্যাস ও ফেব্রিক বাছাইয়ে হাউসটি বিশেষ নজর দিয়েছে।


বসন্ত আর গ্রীষ্মের দিন সমাগত প্রায়। প্রকৃতির এই পরিবর্তনকে রঙ, মোটিফ আর মৌসুম-উপযোগী কাপড়ে বরণ করে নিতে প্রস্তুত ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। তাদের সামার ২০২৪ কালেকশনের ১ম পর্বে থাকছে ফাল্গুন ও ভ্যালেন্টাইনস ডে’র পোশাক। 

লা রিভে প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, সামারের শুরুটাই হয়েছে ২টি গুরুত্বপূর্ণ উৎসব দিয়ে। এজন্য একসঙ্গে ফাল্গুন, ভ্যালেন্টাইন ও কোর সামারের ৩টি কালেকশন লঞ্চ হয়েছে এবার। মোটিফ, কালার প্যালেট ও ম্যাটেরিয়াল এমনভাবে বাছাই করা হয়েছে যেন গ্রীষ্মের যেকোনো আয়োজনে এই পোশাকগুলো দেবে ইউনিক লুক সঙ্গে হবে আরামদায়ক।

তাদের এই কালেকশনের নাম ডিভাইন। এই নামকরণের উৎস বিশ্বজুড়ে শান্তির অনুসন্ধানে যাত্রা। জীবনের অস্থিরতার মাঝেই মানুষ শান্তির সন্ধানে ব্যক্তি-উন্নয়ন মনোযোগ দিচ্ছে। কেউ প্রকৃতির মাঝে শান্তি খুঁজে ফিরছে। কারও কাছে ঐতিহ্য বা নিজের শেকড়ে ফিরতে পারাটাই শান্তি। আর কেউ বা শান্তি খুঁজে পায় ভ্রমণে। শান্তি খুঁজে ফেরার এই স্বর্গীয় অনুভূতিকেই এই বছর অনুপ্রেরণা হিসেবে নিয়ে স্প্রিং/সামার কালেকশনে নামকরণ করা হয়েছে ডিভাইন। যার কালার প্যালেট থেকে মোটিফ, সর্বত্রই ফুটে উঠেছে স্বর্গীয় অনুভূতির সন্ধানে ফেরা মানুষের ভাবনা, রঙ ও যাত্রা।  

মন্নুজান নার্গিস জানান- ইন্ডিগো ব্লু, আর্দি ও সফট-টোনড্ প্যাস্টেল রঙের প্যালেট প্রাধান্য পেয়েছে এই কালেকশনে। প্রিন্ট-স্টোরির জন্য রানওয়ে থেকে বাছাই করা মোটিফ ও ডিজাইন বাছাই করা হয়েছে। মরু ও মাটির আঁকাবাঁকা রেখা বা গ্রাউন্ডেড লাইনস, ভিক্টোরিয়ান ও হ্যান্ডপেইন্টেড ফুলের নকশায় ফ্যান্সিফুল ফ্লোরা, উজ্জল রঙে বর্ণিল ট্রপিক্যাল ও লাইমস্টোন প্রিন্ট দেখা যাবে প্রধান প্রিন্টস্টোরির ভূমিকায়। জিওমেট্রিক মোটিফের রিপিটেশন ও আর্চ মোটিফের কম্বিনেশনে সাজানো হয়ে গ্লোবাল জিওপ্রিন্ট। এই কালেকশনে ক্লাসিক বোহেমিয়ান, কালারব্লক ও প্যাচপ্রিন্টের মতো ক্লাসিক প্রিন্টগুলির সবচেয়ে ট্রেন্ডি ভার্সন তুলে এনেছে লা রিভ। সামার কালেকশনে আরো দেখা যাবে শিবুরি ডাই, টাইডাই ও টাইডাই-প্রিন্টের দারুন একটি ক্যাপসুল।  

নারীদের জন্য টিউনিক, কামিজ, সালোয়ার কামিজ, শাড়ি, টপস, শ্রাগ ও ম্যাচিং বটমসের আয়োজন রয়েছে তাদের। ক্যাজুয়াল ওয়ারের পাশাপাশি ফাল্গুন ও ভ্যালেন্টাইন ও সামারের স্পেশাল ইভেন্টগুলোর জন্য থাকছে ইউনিক সব পার্টি-স্টাইল। কাফতান-কাট টিউনিক, ফ্লেয়ার্ড শ্রাগের মত ইউনিক সব ডিজাইন যোগ হয়েছে এই কালেকশনে। পুরুষের জন্য মিলছে ট্রেন্ডি পাঞ্জাবি, শার্ট, টিশার্ট, পোলো শার্ট, ফরমাল শার্ট, ও বেস্ট-ফিট বটমসের সমাহার। টিন-এজার, কিড বয় ও কিড গার্ল এবং নবজাতকদের জন্যেও নতুন ডিজাইন যোগ হয়েছে। টপস, শার্ট, সালোয়ার কামিজ, ঘাগরা-চোলি, উভেন টপস ও বটমস, ফ্রক, টিউনিক,শার্ট, টিশার্ট ও পোলো শার্ট এবং পাঞ্জাবির রঙিন সমাহার শিশুদের গ্রীষ্মের দিন সাজিয়ে তুলবে উৎসবের আমেজে। 

পোশাক কিনতে যেতে পারেন তাদের যেকোনো আউটলেটে। এ ছাড়া ভিজিট করতে পারেন www.lerevecraze.com এ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা