প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৪০ পিএম
প্রবা ফটো
দেশীয় পোশাকের সৃজনশীল দশটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ দেশীদশ। ৩১ জানুয়ারি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল চারে নতুন সাজে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে। তাদের উদ্বোধনী অনুষ্ঠানে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির পাশাপাশি বসেছিল সর্বস্তরের ক্রেতা ও ফ্যাশন অনুরাগীদের মিলনমেলা।
২০০৯ সাল হতে এক অনন্য ভাবনায় গঠিত হয়েছিল স্বনামধন্য ১০টি ফ্যাশন ব্র্যান্ড নিপুণ, কে ক্রাফট, অঞ্জনস্, রঙ বাংলাদেশ, বাংলারমেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি -এর সম্মিলিত উদ্যোগ দেশীদশ। জন্মলগ্ন হতে গত ১৫ বছরে দেশের ফ্যাশনশিল্প উন্নয়নে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে দেশীদশ। দেশীয় সংস্কৃতি, দেশীয় উৎসব, দেশীয় পোশাক নিয়ে কাজ করাই তাদের মূল চিন্তাধারা। দেশীয় উপকরণে উৎসবনির্ভর পোশাক তৈরি করেই মানুষের কাছে জনপ্রিয় হয়েছে দেশীদশ।
যাত্রা শুরুর এই আনন্দঘন মূহুর্তে, প্রধান অতিথি হিসেবে নবসাজের দেশীদশ উদ্বোধন করেন দেশের সৃজনশীল শিল্পের অন্যতম প্রধান শিল্পী হাশেম খান। এছাড়াও সেসময়ে দেশীদশ প্রাঙ্গনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরেণ্য শিল্পী জামাল আহমেদ। শিল্পী হাশেম খান বলেন, দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ-ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এই প্রবাদের যথাযথ উদাহরণ রেখেছে দেশীদশ। শুধু যে সাদা ক্যানভাসেই শিল্পীরা তাদের মনের ভাব প্রকাশ করেন তা নয়। পোশাকে রঙ, রেখা, মোটিফের মাধ্যমেও শিল্পীরা সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে পারে তার দেখা মেলে দেশীদশে।
দেশীদশের দীর্ঘ পথচলায়, শুরু থেকে যারা সঙ্গে রয়েছেন, দেশীদশের শুভাকাঙ্খি, পৃষ্ঠপোষক আর এই শিল্পের অগ্রজ মানুষদের সম্মিলনে এক উৎসবমুখর পরিবেশ হয়ে উঠে দেশীদশ চত্বর। দেশীদশের উদ্যোক্তারা দেশীয় ফ্যাশনশিল্প বিকাশে আগামিতেও একসঙ্গে কাজ করে এই অনন্য উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ছাড়াও দেশীদশ আউটলেট রয়েছে সিলেটের কুমারপাড়া ও চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আফমি প্লাজায়। আউটলেট ছাড়াও কেনাকাটা করা যাবে অনলাইনে। ভিজিট করুন দেশীদশ ফেসবুক পেজ deshidosh2009 এ।