প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫০ পিএম
লাইফস্টাইল ফার্নিচার ব্র্যান্ড ইশো ‘মেগা প্রাইস ড্রপ’ উদ্যোগের কথা ঘোষণা করেছে। গৃহসজ্জায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসাই যার লক্ষ্য। ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অফারটি চলবে পুরো মাসজুড়ে।
প্রিমিয়াম ও স্টাইলিশ আসবাবপত্র সবার জন্য সহজলভ্য করে তোলার উদ্দেশ্য নিয়েই ‘মেগা প্রাইস ড্রপ’-এর যাত্রা শুরু। এর ফলে ক্রেতারা পাচ্ছেন বিশাল হ্রাসকৃত মূল্যে দারুণ সব আসবাবপত্র কেনার সুবর্ণ সুযোগ। আর্থিক বাধা ছাড়াই এখন তারা নিজেদের পছন্দমতো জীবনধারা গড়ে তুলতে পারছেন। প্রিমিয়াম আসবাবপত্র সবার হাতের নাগালে নিয়ে আসার জন্য যতদিন পারা যায় কোম্পানিটি ততদিন পর্যন্ত এই দাম বহাল রাখতে চায়। নতুন সোফার সন্ধানে থাকা নবদম্পতি হোন বা ডাইনিং টেবিলের সন্ধানে থাকা তরুণ পরিবার হোন অথবা হোন অফিস সাজাতে চাওয়া কোনো স্টার্টআপ- ইশোর অফারে সব ধরনের ভোক্তার জন্যই কিছু না কিছু থাকছে। ৫০টি বৈচিত্র্যময় কালেকশনের আওতায় ৪ হাজার ৫০০টির বেশি পণ্য নিয়ে এই সংগ্রহ গঠিত। প্রতিটি কালেকশন একটি নির্দিষ্ট থিম ও ডিজাইন নিয়ে গড়ে তোলা হয়েছে। ফলে প্রত্যেক ক্রেতাই নিজের বাড়িকে সাজিয়ে তোলার জন্য যথার্থ জিনিসটি খুঁজে বের করতে পারবেন। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.isho.com অথবা ঘুরে আসুন ব্র্যান্ডটির স্টোর থেকে।