প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৫ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৪ পিএম
রঙ বাংলাদেশ আয়োজন করেছে শারদ উৎসব
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ শারদীয়া দূর্গাপূজা উপলক্ষ্যে নিয়ে এসেছে নতুন পোশাক ও এক্সেসরিজের সমাহার। সব বয়সীদের জন্য এখানে মিলবে সব ধরণের পোশাক।
দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী, কুমারী পূজা থেকে সিঁদুর খেলা, ধুনুচি নাচ থেকে প্রসাদ বিতরণ, প্রতিদিন সন্ধ্যা আর সকালের অঞ্জলি থেকে ভাসান- প্রতিটি উপলক্ষ্যকে বর্ণময় আর আনন্দময় করতে রয়েছে নানা ধরণের পোশাক। এবারের পোশাকের রঙে প্রাধান্য দেয়া হয়েছে লাল, হলুদ, মেরুন, গেরুয়া ও সাদা। মেয়েদের জন্য মিলবে অনিন্দ্য সুন্দর সব শাড়ি, সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, আনস্টিজ ড্রেস, স্কার্ট ও ওড়না। ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, ধুতি, টি-শার্ট, শার্ট, ফতুয়া, কাতুয়া ও উত্তরীয়। মেয়ে শিশুদের জন্য রয়েছে সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, স্কার্ট প্রভৃতি। ছেলে শিশুদের জন্য রয়েছে পাঞ্জাবী, শার্ট, টি-শার্ট, ফতুয়া। এছাড়া ব্যাগ, গহনাসহ পোশাক ও এক্সেসরিজের বিশাল সম্ভার এনেছে ব্র্যান্ডটি। মিলবে বাবা-ছেলে, মা-মেয়ের ম্যাচিং পোশাক, কাপল প্যাকেজ, ডুয়েট প্যাকেজ আর পরিবারের সকলের জন্য একই ডিজাইনের ফ্যামিলি প্যাকেজ। পেপার সিল্ক, হাফ সিল্ক, লিলেন ও নানাধরণের সুতির আরামদায়ক ফেব্রিকে পোশাক তৈরী করা হয়েছে। শারদীয় উৎসবে সবার বাজেট বিবেচনায় রেখে পোশাকের মূল্য রাখা হয়েছে ক্রয়সাধ্যের মধ্যেই। রঙ বাংলাদেশ এর যেকোনো আউটলেট পাবেন পূজার সকল আয়োজন। আউটলেট ছাড়াও ঘরে বসে কেনাকাটার সুবিধা উপভোগ করতে ঘুরে আসুন রঙ বাংলাদেশ এর ই-কমার্স ওয়েবসাইট www.rang-bd.com ও রঙবাংলাদেশ rangbangladesh ফেসবুক পেজে। এছাড়াও যোগাযোগ করতে পারেন ০১৭৭৭৭৪৪৩৪৪ এই নম্বরে।