× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেন্ডি বটমস

শাহিনা নদী

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ১৭:১৮ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ১৭:২৪ পিএম

পোশাক ও ছবি : লা রিভ

পোশাক ও ছবি : লা রিভ

খুব পছন্দের একটা টপস বা কুর্তি কিন্তু মিলিয়ে পরার মতো প্যান্ট বা স্কার্টের অভাবে স্টাইল স্টেটমেন্টটা ঠিক জমছে না। তাইতো সংগ্রহে রাখতে পারেন কিছু ট্রেন্ডি বটমস, যা একদিকে দেবে স্টাইলিশ লুক অন্যদিকে হবে আরামদায়ক


নিত্যনতুন স্টাইলে নারী ব্যস্ত নিজেকে সাজাতে। কারণ নারী মানেই সৌন্দর্যপ্রেয়সী। তাই সৌন্দর্য ও স্টাইলে নিজের ব্যক্তিত্ব এবং পছন্দ ফুটিয়ে তুলতে ফ্যাশনপ্রেমী তরুণীরা বেছে নেন কামিজ, ফতুয়া, শার্ট, টিউনিক বা টপসের মতো সিঙ্গেল পিস। পরতে আরামদায়ক ও সহজে বহনযোগ্য বিধায় দিন দিন সিঙ্গেল পিসের চাহিদা বেড়েই চলেছে। তবে এই পোশাকগুলোর সঙ্গে মানানসই সালোয়ার, পালাজ্জো, প্যান্ট, স্কার্ট বা লেগিংস কিনতে গিয়ে প্রায়ই পড়তে হয় বিড়ম্বনায়। ফলে পছন্দসই আউটলুক পেতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়। তাই সংগ্রহে রাখা যেতে পারে এমন কিছু বটমস, যা নিত্যদিনের ফ্যাশনে যোগ করবে ভিন্ন মাত্রা। একই পোশাক কখনও পালাজ্জো, কখনোবা প্যান্ট কিংবা স্কার্টের সঙ্গে পরিধান করে ভিন্ন ভিন্ন লুকে নিজেকে সাজিয়ে তুলতে বটমস কালেকশনের জুড়ি নেই। একটি টপ বা টি-শার্টের সঙ্গে হারেম প্যান্ট পরলে তা সারা দিনের জন্য যেমন আরামদায়ক হয়, তেমনি একটা ক্যাজুয়াল লুক চলে আসে। টপটি ইন করে কাঁধে রঙিন ঝোলা ব্যাগ ম্যাচ করলেই বোহেমিয়ান লুক আসে, যা এ মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় স্ট্রিট স্টাইলের একটি। বিচ হলিডে বা রিসোর্ট লুক আনার জন্য ওই টপের সঙ্গে মানানসই স্কার্ট পরে নিলেই ট্রেন্ডি হলিডে স্টাইল তৈরি হয়ে যায়। একই টপের সঙ্গে ইন করে ফরমাল বা কুলোটস প্যান্ট পরলে রুচিশীল এবং আধুনিক অফিস বা করপোরেট লুক তৈরি করা সম্ভব। স্টাইলের ভেরিয়েশনের জন্য বটমসই যথেষ্ট।

বটমসের মধ্যে উল্লেখযোগ্য হলো স্কার্ট, হারেম ও কুলোটস প্যান্টস, লেগিংস, স্ট্রেইট-কাট ও বেলবটম স্টাইল পালাজ্জো। দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোতে এখন নানা রঙের ও ডিজাইনের এমন ট্রেন্ডি বটমসের দেখা মেলে। ফ্যাশন হাউস লা রিভও তার ব্যতিক্রম নয়। ভিসকোস, কটন ব্লেন্ড ও ক্রেপ সিল্কে তৈরি তাদের বটমস কালেকশনে প্রাধান্য পেয়েছে আরাম ও ট্রেন্ডি প্রিন্ট। ঘরে, অফিসে এমনকি পার্টিতেও এই বটমসগুলো যেকোনো সিঙ্গেল পিসের সঙ্গে মানিয়ে যায় সহজেই। বটমস কালেকশনের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো ইউটিলিটি বা সহজ ব্যবহার উপযোগিতা। সাইড পকেট, স্ট্যান্ডার্ড ফিট, ইলাস্টিকেটেড ওয়েইস্ট-লাইন, বেল্ট ও ট্যাসেল কর্ডের ব্যবহার এই স্টাইলগুলোকে ট্রেন্ডি ও আরামদায়ক করে তুলেছে। ইউনিক এসব বটমসের নজরকাড়া আউটলুক দিতে ম্যাটেরিয়ালের সঙ্গে রঙ ব্যবহারেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উজ্জ্বল রঙের মধ্যে রয়েছে অফ হোয়াইট, হলুদ, ক্রিম ও পিচ কালার। আর গাঢ় রঙ হিসেবে প্রাধান্য পেয়েছে নেভি ব্লু, লাল, কফি ইত্যাদি রঙগুলো।  এই গরমে পায়ে হাওয়া-বাতাস লাগাতে পালাজ্জোর গুরুত্ব অপরিসীম। সংগ্রহে রাখতে পারেন একটা কালো রঙের পালাজ্জো, যা শত শত কামিজ কিংবা কুর্তির সঙ্গে পরতে পারবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা