× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এই বর্ষায় শুরু হচ্ছে “বিশ্বরঙ নীল উৎসব-২০২৫”

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুন ২০২৫ ১৬:৫২ পিএম

এই বর্ষায় শুরু হচ্ছে “বিশ্বরঙ নীল উৎসব-২০২৫”

“তবু, হে অপূর্ব রূপ, দেখা দিলে কেন কে জানে” – নীলমণি লতাকে দেখে এই গানটি লিখেছিলেন বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর। তিনি নীল রঙ পছন্দ করতেন, কারণ নীল রঙ যেন টিকে থাকার লড়াইয়ের আকাশ-অস্তিত্বের কবজ। আনন্দ প্রকাশে তিনি স্বাচ্ছন্দ্যে প্রয়োগ করেছেন নীল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আনন্দ প্রকাশের এই রঙ সবার মাঝে ভাগাভাগি করে নিতেই স্বনামধন্য ফ্যাশন ব্রান্ড “বিশ্বরঙ” উদযাপন করছে “বিশ্বরঙ নীল উৎসব – ২০২৫”। 

দেশীয় উৎসব–পার্বণ উদযাপনে বিশ্বরঙ সবসময়ই অগ্রপথিক। দেশীয় ফ্যাশনকে সংস্কৃতিময় ইতিহাস ঐতিহ্যের মিশেলে প্রদর্শন করতে ৩০ বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছে বিশ্বরঙ বাই বিপ্লব সাহা। “বিশ্বরঙ নীল উৎসব-২০২৫” তারই একটি ধারাবাহিকতা। আগামী ২০ জুন থেকে বিশ্বরঙ এর সকল শোরুমে শুরু হচ্ছে নীল পোশাক প্রদর্শনী, চলবে মাসব্যাপী। 

“বিশ্বরঙ নীল উৎসব-২০২৫” উপলক্ষে শাড়ী, থ্রিপিছ, সিঙ্গেল কামিজ, পাঞ্জাবী, ফতুয়া, শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে প্রকৃতি থেকে নেয়া নীল ফুলের অনুপ্রেরণায় ফ্লোরাল মোটিফ আর নীল, সাদা রঙের বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের অনবদ্য উপস্থিতি এবং গরমের কথা মাথায় রেখে কাপড় ব্যবহার করা হয়েছে স্বাভাবিকভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভয়েল, কাপড়। আর পোশাকগুলোতে নীল এর পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রঙের অনন্য ব্যবহার, কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।

সুদীর্ঘ ৩০ বছরে সারা দেশব্যাপী বিশ্বরঙ এর শোরুমে সুপ্রিয় শুভানুধ্যায়ীদের আগ্রহী পদচারণায় মুখরিত হয়েছে কৃতজ্ঞচিত্তে বারংবার। শোরুমে গিয়ে কেনাকাটার সুযোগের পাশাপাশি যে কেউ ঘরে বসেই শোরুমের সকল সামগ্রী কেনাকাটা করতে পারবে অনলাইনে www.bishworang.com.bd ফেইসবুক পেইজ BISHWORANG অথবা ০১৮১৯২৫৭৭৬৮, ০১৭৩০০৬৮০৪৩, ০১৭৩০০৬৮০৩৬, ০১৭৩০০৬৮০১২, নম্বরে ফোন করেও কেনাকাটা করতে পারবেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা