× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রঙ বাংলাদেশ এ নজরুল জয়ন্তী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৫ ১৬:১১ পিএম

রঙ বাংলাদেশ এ নজরুল জয়ন্তী

বল বীর- আমি চির-উন্নত শির! – এই একটি লাইন দিয়েই যিনি প্রতিটি বাঙালির শিরে ঠাঁই করে নিয়েছেন, অধিকার করেছেন আমাদের মন ও মননকে, শাণিত করে চলেছেন বাঙালির চেতনাবোধ, তিনি কবি কাজী নজরুল ইসলাম। নজরুল যেমন আমাদের বিদ্রোহে আছেন, একই সাথে আছেন প্রেমের অনুভবেও। তার কবিতায় তিনি ঘোষণা করে গেছেন - মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণ-তুর্য্য। সুতরাং যতদিন বাঙালির বুকে প্রেম আর দ্রোহের অনুভব বিদ্যমান আছে, ততদিন নজরুলকে আমরা উদযাপন করব আমাদের গৌরবে।

কবি কাজী নজরুলের জন্মোৎসবে সেই গৌরব উদযাপনের আকাঙ্ক্ষা নিয়েই দেশের শীর্ষস্থানীয় দেশীয় পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ড ‘রঙ বাংলাদেশ’ তাদের পোশাকে নজরুলের চেতনা সমৃদ্ধ কবিতার লাইন ব্যবহার করে কবিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে আর আমাদেরকেও এই উদযাপনে সামিল হতে যেন উদ্বুদ্ধ করে তোলার আয়োজন সম্পন্ন করেছে। সেই লক্ষ্যে রঙ বাংলাদেশের আউটলেটগুলোতে প্রবেশ করলেই পাওয়া যাবে কবির কবিতা সংবলিত টিশার্ট, শাড়ি, পাঞ্জাবি। যারা নজরুল জন্মোৎসবের উদযাপন প্রিয় মানুষটিকে সাথে নিয়ে উপভোগ করতে চান তাদের জন্যে রয়েছে শাড়ি ও পাঞ্জাবির ম্যাচিং কাপল সেট।

বরাবরের মতোই রঙ বাংলাদেশ এবারও মনোযোগী ছিল সূতা, রঙ আর সেলাইয়ের উন্নতমান ধরে রাখতে। ভুলে যায়নি আরাম ও স্বস্তির ব্যাপারটিও। আশা করি নজরুলকে নিয়ে পোশাকের এই সমাহার গ্রাহককে সন্তুষ্ট করে তুলতে সক্ষম হবে পুরোপুরি। সুতরাং বাংলাদেশের জাতীয় কবির জন্মদিনটিকে যারা উদযাপন করতে আগ্রহী তারা কবির জন্মদিনের আগে আগেই ঘুরে আসতে পারেন দেশের প্রশংসিত ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ থেকে।    

ঢাকা ও ঢাকার বাইরের সকল আউটলেটেই পাওয়া যাবে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী আয়োজনের পোশাক। নজরুল জন্মোৎসব আয়োজনকে ঘিরে যেকোন অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একই রকম পোশাক পরতে পাইকারী দামেও পাওয়া যাবে রঙ বাংলাদেশ এর পোশাক। কর্পোরেট প্রোগ্রাম বা যেকোন সাংস্কৃতিক অনুষ্ঠান সব ধরনের আয়োজনেই রঙ বাংলাদেশ এর পোশাক ক্রেতাকে করবে আকর্ষণীয়। ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh. নজরুল জন্মজয়ন্তীর পোশাক অনলাইনে কেনাকাটায় পুরো মাস জুড়েই পাবেন ১০% মূল্যছাড়। যেকোন প্রয়োজনে ফোন / হোয়াটসঅ্যাপে রয়েছে সাহায্যকারী 01777744344 এবং 01799998877 নম্বরে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা