প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ ১৯:৫২ পিএম
প্লাটিনাম গ্র্যান্ড হোটেলস বাই শেলটেক আয়োজিত ‘ঈদ ফেস্ট আনলিমিটেড’ এর সমাপ্তি হলো ২০ এপ্রিল, ২০২৫ (রবিবার)। ঈদের দিন থেকে শুরু হয়ে ২০ তারিখ পর্যন্ত এই ফেস্টিভ্যাল চলেছে।
এই ফেস্টিভ্যালে ছিল নানা স্বাদের আইসক্রিম, ডেজার্ট, চাট (ফুচকা, চটপটি, আলু চাট, চানা চাট) সহ আরও অনেক ধরনের খাবার।
৯৯৯ টাকার অফারে ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ১৩৯৯ টাকার অফারে ছিল বাই ওয়ান গেট টু ফ্রি, ১৫৯৯ টাকার অফারে ছিল বাই ওয়ান গেট থ্রি ফ্রি অপশন। কয়েকদিন ধরে চলা এই ফেস্টিভ্যালে বেশ সাড়াও পেয়েছে প্লাটিনাম গ্র্যান্ড।
ঈদ ফেস্ট এর আয়োজন নিয়ে প্লাটিনাম গ্র্যান্ডের ডেপুটি ম্যানেজার সাইফ আল ইমরান বলেন, ‘ঈদের দিন থেকে শুরু হওয়া এই ফেস্ট নিয়ে আমরা বেশ সাড়া পেয়েছি। আইসক্রিম, ফুচকা থেকে শুরু করে নানা স্বাদের ডেজার্ট আইটেম দিয়ে সাজানো ছিল এই ফেস্ট। গত ৩/৪ বছর ধরে এই ফেস্ট চলছে। আমরা আশাবাদী সামনে আরও সাড়া পাবো। এত ভালো সাড়া পাওয়াতে সামনে আমরা ম্যাঙ্গো ফেস্ট করতে যাচ্ছি। আশা করি এটাতেও আমরা প্রচুর সাড়া পাবো।’
প্লাটিনাম গ্র্যান্ড হোটেলটি বনানী ১১ নম্বর রোডে অবস্থিত। উত্তরাতেও প্লাটিনাম রেসিডেন্স নামে এই হোটেলের আরও একটি শাখা রয়েছে। সেখানেও এই আয়োজন হয়েছিল।