প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫ ১৫:০৩ পিএম
বাংলা প্রাণের উৎসব বৈশাখ। বছরজুড়ে এই আয়োজনটার অপেক্ষায় থাকে বাঙালিরা। বাংলা বছরের প্রথমদিন পহেলা বৈশাখকে কেন্দ্র করে ঢাকাসহ সারা বাংলাদেশ মেতে ওঠে বিভিন্ন উৎসবে। আর এই দিনটিকে আরও সুন্দরভাবে উদযাপনের জন্য অঞ্জন’স প্রতিবছরের মতো এবারও সেজেছে বৈশাখী সাজে।
উৎসবকে রঙিন ও প্রাণবন্ত করতে পোশাকগুলো করা হয়েছে রঙিন, পাশাপাশি কাটিং, ডিজাইন, প্যাটার্নেও এসেছে নতুনত্ব।
প্রতিবারের মতো এবারও লাল ও সাদা রঙ প্রাধান্য পেয়েছে। এছাড়া লাল, সাদা, কমলা সহ বিভিন্ন রঙের ব্যবহার রয়েছে এবারের আয়োজনে। দিনব্যাপী অনুষ্ঠানের জন্য কটন ও ভয়েল কাপড় দিয়েই বেশিরভাগ পোশাক তৈরি করা হয়েছে। কটন ও ভয়েল ছাড়া অ্যান্ডিকটন, সিল্ক, লিনেন কাপড় ব্যবহার করা হয়েছে এবারের আয়োজনে।
সব বয়সীদের জন্য করা হয়েছে এ বৈশাখী আয়োজন। মেয়েদের জন্য রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট এবং শিশু-কিশোরদের জন্য পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট, সালোয়ার কামিজ, শাড়ি ও ফ্রক।
পোশাকগুলো অঞ্জন’স এর সকল শাখায় পাওয়া যাচ্ছে। অনলাইনে কিনতে চাইলে www.anjans.com এ ভিজিট করতে পারেন। হটলাইন নম্বরে যোগাযোগের জন্য ০১৬৭৭৫৫৮৮৭৭ নম্বরে কল দিন।