× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিত্র রমজানে হোটেল আগ্রাবাদে ইফতারের বিশেষ আয়োজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১৬:৫৯ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৫ ১৭:০৫ পিএম

পবিত্র রমজানে হোটেল আগ্রাবাদে ইফতারের বিশেষ আয়োজন

পবিত্র রমজান মাস উপলক্ষে হোটেল আগ্রাবাদ চট্টগ্রামে ইফতার ও সাহ্‌রিতে বিশেষ আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে ‘ইফতারি টেক অ্যাওয়ে বক্স’ নামের বিশেষ প্যাকেজ, যাতে কেউ চাইলে ইফতারি কিনে বাসায় নিয়ে যেতে পারবেন। হোটেলের মল্লিকা রেস্তোরাঁয় উপভোগ করা যাবে মিডল ইস্টার্ন ও মেডিটেরেনিয়ান স্টাইলের বুফে।

প্রতিদিন বুফে  ইফতার এবং  ডিনার এর মুল্য রাখা হয়েছে জনপ্রতি তিন হাজার পাঁচ শত টাকায় ।   নির্ধারিত বেশ কয়েকটি ব্যাংকের কার্ডে ‘একটি কিনলে একটি ফ্রি’ সুবিধাও আছে। প্রতি রাত একটা থেকে ফজর পর্যন্ত সাহ্‌রিতে সেট মেনু উপভোগ করা যাবে  যা জনপ্রতি ১৬৫০ থেকে শুরু । 

হোটেলের সোহো ও পুল ডেক এক্সপ্রেস রেস্তোরাঁয় সুইমিংপুলের স্নিগ্ধ আবহে বসে ইফতার ও ডিনার করা যাবে প্রতি দিন যা জনপ্রতি ৬৫০ টাকা থেকে শুরু। ‘আলী এসপ্রেসো লাউঞ্জে’থাকছে বিভিন্ন ধরনের ফ্যামিলি ইফতার ‘টেক অ্যাওয়ে বক্স’-এর ব্যবস্থা। এছাড়া, “বুস্তান আল-সহরা” নামক বিশেষ আরবীয় ইফতার প্যাকেজ (চারজনের জন্য) নিয়ে এসেছে হোটেল আগ্রাবাদের কালিনারি এক্সপার্ট দল, যা মধ্যপ্রাচ্যের স্বাদ ও ঐতিহ্যের এক নিখুঁত প্রতিফলন।

ঐতিহ্য, আতিথেয়তা ও সম্প্রীতির এক অভিজাত আয়োজন“রমজান আত্মশুদ্ধির মাস, পারস্পরিক সম্প্রীতির বন্ধন দৃঢ় করার মাস, বলেন হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক এইচ. এম. হাকিম আলী। তিনি আরো বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের ইফতার আয়োজন শুধু একটি খাবারের আয়োজন নয়, বরং এটি এক পরিশীলিত ও আন্তরিক পরিবেশ সৃষ্টি করে, যেখানে পরিবার, বন্ধুবান্ধব ও কর্পোরেট অতিথিরা একসঙ্গে মিলিত হয়ে রমজানের বরকতময়তা উপভোগ করতে পারেন।

হোটেল আগ্রাবাদ চট্টগ্রামের যেকোনো ব্যানকুয়েট ভেন্যুতে করপোরেট কিংবা সোশ্যাল ইফতার ও সাহ্‌রির ব্যবস্থাও রয়েছে। তবে সে ক্ষেত্রে আগে থেকে বুকিং আবশ্যক। রেস্তোরাঁর টেবিল বা হলরুম বুক করতে ফোন করুন +৮৮০ ১৭৬৬-৬৬৫২০১ / +৮৮০ ১৭৬৬-৬৬৫২০০ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা