× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুস্বাস্থ্যের রক্ষাকবচ ‘গাজর’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৯ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শীতকাল এলেই বাজার ভরে যায় টকটকে কমলা রঙের গাজরে। সুস্বাদু এই সবজিটি শুধু স্বাদে অনন্য নয়, এর পুষ্টিগুণও অসাধারণ। গাজর খাওয়ার অভ্যাস শরীরের নানা উপকারে আসে, যা অনেকেই হয়তো জানেন না। নিয়মিত গাজর খাওয়ার ফলে চোখের জ্যোতি বৃদ্ধি পায়, হজমপ্রক্রিয়া উন্নত হয় এবং ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও কোমল।

গাজরের সবচেয়ে বড় গুণ হলো এতে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন রয়েছে, যা শরীরে গিয়ে ভিটামিন ‘এ’-তে পরিণত হয়। ভিটামিন ‘এ’ চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাতকানা রোগ প্রতিরোধে কার্যকরী। যারা কম আলোতে দেখতে অসুবিধা অনুভব করেন, তাদের জন্য গাজর হতে পারে দারুণ সমাধান।

শুধু চোখ নয়, হৃৎপিণ্ডের সুস্থতা বজায় রাখতেও গাজর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার কোলেস্টেরল কমাতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি কমায়। নিয়মিত গাজর খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং রক্তনালিগুলো সুস্থ থাকে।

গাজর খাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো এটি হজমশক্তি উন্নত করে। এতে প্রচুর ডায়েটারি ফাইবার রয়েছে, যা অন্ত্রের গতিশীলতা ঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। পাশাপাশি এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়, ফলে হজম ভালো হয় ও পেট থাকে সুস্থ।

যারা সুন্দর, উজ্জ্বল ত্বক পেতে চান, তাদের জন্য গাজর হতে পারে এক প্রাকৃতিক সমাধান। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে এবং ব্রণের সমস্যা কমায়। গাজর রস করে খেলে ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয় এবং বার্ধক্যের ছাপ দূর হয়।

শুধু স্বাস্থ্যই নয়, ওজন কমাতেও গাজর বেশ কার্যকর। কম ক্যালোরিযুক্ত ও উচ্চ ফাইবারসমৃদ্ধ হওয়ায় এটি পেট ভরা অনুভূতি দেয়, ফলে ক্ষুধা কমে এবং অপ্রয়োজনীয় ক্যালোরি গ্রহণের প্রবণতা কমে যায়।

স্বাস্থ্যের এত উপকারিতার কারণে গাজরকে "সুপারফুড" বললেও কম বলা হয়। রান্না, সালাদ, জুস কিংবা স্যুপ—যেভাবেই খান না কেন, প্রতিদিনের খাবারের তালিকায় গাজর রাখার চেষ্টা করুন। এতে শরীর থাকবে সুস্থ, প্রাণবন্ত ও কর্মক্ষম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা