প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৬ পিএম
রংধনু ক্রিয়েশন
আসন্ন ঈদকে ঘিরে রাজধানীর ধানমন্ডি মাইডাস সেন্টারে চলছে “ঈদ আড্ডা চলে” এক্সিবিশন। আড্ডা চলে'র এই পঞ্চম আসরে কেন্দ্রবিন্দুতে আছে ঈদের স্পেশাল কালেকশন, যেখানে অংশ নিয়েছে ১৭টি ভিন্নধর্মী উদ্যোগ।
আড্ডা চলের আড্ডা যে দারুণ জমে উঠেছে তা বোঝা গেলো এক্সিবিশন ঘুরে এসেই। চমৎকার সব হাতের কাজ প্রদর্শিত হচ্ছে এখানে। দারুণ দারুণ সব আয়োজন নিয়ে রয়েছে- ঈহা, রংধনু ক্রিয়েশন, অরাম বাংলাদেশ, ওয়্যারহাউজ, খুঁত, অনন্যা, শখের ডিব্বা, আরুণিকা, ম্যাক বাংলাদেশ, হডক, লিটল ক্রিয়েশন বাই আফরিন, সুহা জুয়েলারি, চিত্রাঙ্গনা, পৌরাণিক, মল্লিকা, ওয়াও ক্র্যাফট, কফি ট্র্যাপ।
চলুন এক নজরে দেখে আসা যাক আড্ডা চলে’র স্টলগুলো থেকে-