× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোশাকে লাল সবুজ

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ ১৪:৩৪ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ১৫:৪৯ পিএম

পোশাকে লাল সবুজ

চলছে বিজয়ের মাস। দেশি ফ্যাশন হাউসগুলো বিশেষ দিন ও উৎসবগুলোকে সবসময় তুলে ধরে পোশাকের মাধ্যমে; যা অনুপ্রাণিত করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে। কে ক্র্যাফটে মিলবে লাল সবুজে উজ্জীবিত বিজয়ের পোশাক। সঙ্গে থাকবে অন্যান্য রং এবং শিল্পের ছোঁয়া।

দেশপ্রেমী ক্রেতাসঙ্গীদের জন্য কে ক্র্যাফট প্রতি বিজয়েই করে বিশেষ আয়োজন। এবারও রয়েছে লাল সবুজের সম্ভার। সময় ও আবহাওয়ার কথা মাথায় রেখে এই দিনে মেয়েদের প্রধান সঙ্গী হতে পারে লাল সবুজের শাড়ি। এ ছাড়া বেছে নিতে পারেন আরামদায়ক সালোয়ার-কামিজ, কুর্তি কিংবা বিভিন্ন প্যাটার্নের টপস। শীতে উষ্ণতার প্রয়োজনে অন্য কোনো রঙের পোশাকে জড়িয়ে নিতে পারেন লাল সবুজের শাল।

ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কটি, শাল। বিজয়ের ফ্যাশনে লাল অথবা সবুজ রঙের পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে পরতে কটি বেছে নিতে পারেন চমৎকার সব সংগ্রহ থেকে। শিশুদের জন্য রয়েছে নানা পোশাকের সমৃদ্ধ আয়োজন। বরাবরের মতোই থাকছে বাবা-মায়ের সঙ্গে সন্তানদের ম্যাচিং পোশাক। এ ছাড়া মিলবে যুগল ও পরিবারের সব সদস্যের মিলিয়ে পরার জন্য উপযোগী পোশাক।

দেশি ফ্যাশন ব্র্যান্ডটি মূলত এবারের আয়োজন সাজিয়েছে জামদানি, কাঁথা, মান্ডালা, জিওমেট্রিক, ট্র্যাডিশনালসহ নানা মোটিফের অনুপ্রেরণায়। এ ছাড়া মিলবে দেশের মানচিত্র নিয়ে করা বিভিন্ন পোশাক। ডিজাইন্ড কটন, সিল্ক, লিনেন, অরগাঞ্জা ও তাঁতের মতো আরামদায়ক কাপড়ে তৈরি পোশাকগুলোয় নকশা ফুটিয়ে তুলতে ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, হাতের কাজ ও এমব্রয়ডারি করা হয়েছে। রং হিসেবে ব্যবহৃত হয়েছে গ্রিন, ফরেস্ট গ্রিন, পেইল গ্রিন ও রেড। তবে অন্যান্য রঙের সমন্বয়ও পাওয়া যাবে।

পোশাকগুলো পাওয়া যাবে কে ক্র্যাফটের সব আউটলেটে। অনলাইন শপ kaykraft.com থেকেও কিনতে পারেন বিশেষ সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজেও রয়েছে কেনাকাটা করার সুবিধা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা