প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৩ পিএম
অমর একুশের চেতনা আমাদের সংস্কৃতিতে এতটাই গভীর যে বহু বছর ধরেই এই দিনে নানা আয়োজনের সঙ্গে পোশাকেও ধারন করা হয় একুশের শোক, শ্রদ্ধা ও গৈারবগাথা বিষয়গুলো। প্রতি বছরের মতোই কে ক্র্যাফট পূর্ণ মর্যাদা ও শ্রদ্ধার সাথে এই দিনটি উপলক্ষে বিশেষ পোশাকের সংগ্রহ নিয়ে এসেছে।
বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে গর্ব করার মতো বিশেষ দিনগুলোকে সর্বদাই পোশাকের মাধ্যমে তুলে ধরতে কে ক্র্যাফট এর প্রচেষ্টা অব্যহত থাকে। একুশের সংগ্রহ প্রতিষ্ঠানটির সবগুলো বিক্রয় কেন্দ্রে ফেব্রুয়ারির পুরো মাস ধরে কে ক্র্যাফট এর আগ্রহী ও সহযোগী সম্মানিত ক্রেতাদের জন্য উপস্থিত থাকবে।
এখন শীতের প্রকোপ নেই বললেই চলে। তাই সুতি কাপড়ের প্রাধান্য থাকবে। এছাড়া তাঁত, লিনেন, সিল্ক কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, স্ক্রীন ও ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি এবং টাই-ডাই মিডিয়ার দৃষ্টিনন্দন ব্যবহারে প্রতিটি পোশাককে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়েছে। রঙ এর ক্ষেত্রে নেয়া হয়েছে শোক এর কালো, সূর্যের লাল, বিষন্নতার ধূসর, সত্য ও পবিত্রতার প্রতীক সাদার সমতলকে, এছাড়াও থাকবে আরও কিছু নতুন রঙ।
এবারের নকশা অনুপ্রেরণায় বর্ণ ও শব্দ মালার বিন্যাস, ফূলেল ও জ্যামিতিক নিয়ে সৃজনশীল অলংকরণে তৈরি হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, পাঞ্জাবী, ফতুয়া, শার্ট, টি-শার্ট।
যৌক্তিক মূল্য সীমায় পরিবারের সকলের উপযোগী একুশের পোশাক আয়োজন কে ক্র্যাফট এর সকল বিক্রয় কেন্দ্র ছাড়াও অনলাইন শপ kaykraft.com এবং ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে।