× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩০ বছর পূর্তিতে ফ্যাশন লিগ্যাসিতে বিশ্বরঙ এর নজরকাড়া বিশেষ আয়োজন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২১ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৩ পিএম

৩০ বছর পূর্তিতে ফ্যাশন লিগ্যাসিতে বিশ্বরঙ এর নজরকাড়া বিশেষ আয়োজন

বৈশ্বিক ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে দেশীয় ফ্যাশনের পরিবর্তনের পালে হাওয়া দিতে দ্বিতীয়বারের মতো ঢাকায় আলোকিতে আয়োজিত হলো ‘এপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ফ্যাশন শো ২০২৫’। এই অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি এবং প্রধান পৃষ্ঠপোষক ছিল এপেক্স।

একইসাথে বাংলাদেশের স্বনামধন্য ও জনপ্রিয় ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’ এর ছিল ৩০ বছর পূর্তি। সে উপলক্ষে তারা এসেছিল বিশেষ আয়োজন নিয়ে। তাদের নতুন কালেকশন নিয়ে র‍্যাম্পে অংশগ্রহণ করা হয়। বিশ্বরঙ এর এই ফ্যাশন কিউ'র প্লানিং ও আইডিয়াতে ছিলেন- প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার, চিত্রশিল্পী ও বিশ্বরঙ এর স্বত্তাধিকারী বিপ্লব সাহা।  

এই বছর বিশ্বরঙ এর ৩০ বছর পূর্তি হলো। এই উপলক্ষে বিশ্ববিখ্যাত পেইন্টিং এর উপর তাদের বিশেষ কালেকশন প্রদর্শন করা হয়। বিশ্বরঙ-এর শো-স্টপার হিসেবে র‍্যাম্পে হেঁটেছেন জনপ্রিয় অভিনেত্রী শম্পা রেজা এবং গুণী চিত্রশিল্পী ও স্থাপত্যশীল্পিরা। এদের মধ্যে ছিলেন- স্থপতি মুস্তফা খালিদ পলাশ, চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ, চিত্রশিল্পী নাঈমা হক, চিত্রশিল্পী শামীম সুবরানা, ড. আজহারুল ইসলাম চঞ্চল, ডিন-চারুকলা অনুষদ,ঢাকা বিশ্ববিদ্যালয়, চিত্রশিল্পী প্রফেসর আনিসুজ্জামান, মাকসুদা ইকবাল নিপা, সরকার নাহিদ নিয়াজী মান্না। 

তাছাড়া বিশ্বরঙ এর ৩০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি'র পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় বিশ্বরঙ ও বিপ্লব সাহাকে।

এই ফ্যাশন শোটির কোরিওগ্রাফি করেছে আশিকুর রহমান পনি। মেকআপ পার্টনার হিসেবে ছিলো অরা বিউটি লাউঞ্জ।

এক নজরে বিশ্বরঙ এর নতুন সংগ্রহ- 

জনপ্রিয় পেইন্টিং এ শাড়ি 


শার্ট ও টপসে ছিল নতুনত্ব 

হালকা রঙের শাড়িতে রঙিন ছবি 

ছাইরঙা শাড়িটির সাথে ব্লাউজটি ছিল নজরকাড়া 

ছেলেদের টি শার্টে ছিল বিখ্যাত চিত্রকারদের ছবি 

ফ্রিদা কাহলোও ছিলেন টি শার্টে 

বিখ্যাত সানফ্লাওয়ার পেইন্টিং 

আলাদাভাবে হুডিগুলোর কথা না বললেই নয় 

স্টারিনাইটের আদলে শাড়ি 

কালোতে ছাপা পেইন্টিং 


ছবি - বিশ্বরঙ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা