প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫১ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৫ পিএম
এপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ফ্যাশন শো ২০২৫
ফ্যাশনের ধারা বরাবরই পরিবর্তনশীল। আবার বলা যায়, ঘুরেফিরে পুরনো ধারাগুলো চলনশীল হয়ে ওঠে। তবে যেটাই হোক না কেন, বৈশ্বিক ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে দেশীয় ফ্যাশনে বেশ পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের পালে হাওয়া দিতে দ্বিতীয়বারের মতো ঢাকায় আয়োজিত হলো ‘এপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ফ্যাশন শো ২০২৫’। এই অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি এবং প্রধান পৃষ্ঠপোষক ছিল এপেক্স।
শোতে এপেক্সের সাব–ব্র্যান্ড যেমন মুচি, ভেঞ্চুরিনি, ম্যাভেরিক তাদের নতুন সংগ্রহ প্রদর্শন করে। এপেক্স ছাড়া বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এজি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগেন্স, পিংকি প্রমিজ বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন তাঁদের নতুন পোশাকের সংগ্রহ উপস্থাপন করেন। আলাদা চমক হিসেবে শো-স্টপার হিসেবে নজর কাড়েন মডেল ও অভিনেত্রী নাজিফা তুষি, শম্পা রেজা ও সাদিয়া ইসলাম মৌ। চলুন আয়োজনটির এক ঝলক দেখে আসা যাক।