× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একুশ উপলক্ষে রঙ বাংলাদেশ এর আয়োজন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১১ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৮ পিএম

একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে রঙ বাংলাদেশ এর আয়োজন

একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে রঙ বাংলাদেশ এর আয়োজন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের মহান চেতনাকে ধারণ করে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস “রঙ বাংলাদেশ” তাদের একুশের পোশাকের ডিজাইনে নিয়ে এসেছে বাংলাভাষার আবহ। পোশাকে থিম ভিত্তিক ডিজাইনের প্রবক্তা ‘রঙ বাংলাদেশ’এর এবারের থিম-বাংলা ভাষা ও বাংলা বর্ণমালা। বাংলাভাষার আবেগের সঙ্গে পোশাকের এই আচ্ছাদনে নিজেকে যুক্ত করে নেয়ার প্রয়াসেই এই উদ্যোগ। 

হাফসিল্ক, বিভিন্ন ধরনের কটন, ভয়েল কাপড়ে স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট, কাটিং-সুইং ও অ্যামব্রয়ডারি কাজে তৈরি হয়েছে এ বছরের পোশাকের অলংকরণ। প্রতিটি পোশাকের ডিজাইনকে নান্দনিক মাত্রা দেয়ার চেষ্টা করা হয়েছে একুশ এর চেতনার নানা অনুষঙ্গের সন্নিবেশে। উৎসবের পরিপূর্ণতার জন্যে রয়েছে যুগল আর পরিবারের সবার জন্যে একই থিমের পোশাক। উপহার সামগ্রী হিসেবে রয়েছে একুশের ডিজাইনের মগ। একুশের সংগ্রহে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কামিজ, ওড়না, ব্লাউজ, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, উত্তরীয়। ছোটদের জন্য রয়েছে কামিজ, ফ্রক, স্কাট টপস সেট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। একুশ আয়োজনকে ঘিরে যেকোনো অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একইরকম পোশাক পরতে সুলভ পাইকারী দামেও পাওয়া যাবে ‘রঙ বাংলাদেশ’ এর একুশ আয়োজনের পোশাক। কর্পোরেট প্রোগ্রাম বা যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান- সব ধরনের আয়োজনেই দেশের জনপ্রিয় এউ ফ্যাশন হাউজের এই একুশ আয়োজনের পোশাক ক্রেতাকে করে তুলবে আকর্ষণীয়।

রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাহিরের সকল আউটলেটেই পাওয়া যাচ্ছে একুশ উৎসবের আয়োজন। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে একুশ আয়োজনের পণ্য ক্রয়ে ভিজিট করুন www.rang-bd.com  অথবা রঙ বাংলাদেশ এর ভ্যারিফাইড ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন রঙ বাংলাদেশ এর হোয়াটস্ অ্যাপ সম্বলিত 01777744344 ও 01799998877 হটলাইনে।  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা