প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০০ পিএম
বছরঘুরে বসন্ত আয়োজনে দারুণ কাজ নিয়ে আবারও ফিরছে কেয়ার অব ঢাকা। বিগত বছরে অভূতপূর্ব সাড়া পাওয়ার পর এ বছর নতুন নতুন কাজ নিয়ে রাজধানীতে আবারও সাড়া ফেলতে যাচ্ছে তারা।
বসন্ত অর্থাৎ স্প্রিং মানেই নানা রঙের সমারোহ। সেই ভাবনা থেকেই সুপরিচিত উদ্যোক্তা প্ল্যাটফর্ম ও পপ-আপ শপ কেয়ার অব ঢাকা’র বসন্ত উৎসব বা স্প্রিং কার্নিভালে এবারের বিশেষ থিম রাখা হয়েছে কালার্স অব বাংলাদেশ। আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডি ২৭-এর মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেয়ার অব ঢাকা’র ‘স্প্রিং কার্নিভাল সিজন ২’। শুক্রবার সকাল ১০টায় দুদিনের এই উৎসবের উদ্বোধন হবে। এবারের আয়োজনে অংশ নিচ্ছেন ৩০ জন সৃজনশীল উদ্যোক্তা।
মূলত বার্ষিক আয়োজন হিসেবে প্ল্যাটফর্মটির এটা তৃতীয় আসর হলেও দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বসন্তের উৎসব নিয়ে। এবারের থিম কালার্স অব বাংলাদেশ। বাংলাদেশের বহুমাত্রিক রূপ ও বহুবর্ণের উপস্থিতি দেখা যাবে এবারের স্প্রিং কার্নিভালে। সেই সঙ্গে উদ্যোগগুলোর নিয়মিত সিগনেচার পণ্য আর বসন্তের আমেজে নতুন নতুন প্রোডাক্ট তো থাকছেই।
বসন্তের এই আয়োজন নিয়ে কেয়ার অব ঢাকার অন্যতম সমন্বয়কারী মানসুরা স্পৃহা বলেন, ‘এটি আমাদের তৃতীয় প্রদর্শনী। এখানে আমরা ৩০টি সৃজনশীল উদ্যোগ নিয়ে কাজ করছি। এই আয়োজনের প্রতিটি উদ্যোগ নিজস্ব ডিজাইনে দেশিয় পণ্য তৈরি করে।’
এর সঙ্গে যোগ করে কেয়ার অব ঢাকার আরো দুই সমন্বয়কারী ফাতেমা তুজ জোহরা নুভিয়া ও মুসাররাত নওশাবা বলেন, ‘গতবার অভূতপূর্ব সাড়া পাওয়ার পর এবারেও প্রত্যেক উদ্যোক্তা একটি বিশেষ থিমে দীর্ঘ ছয় মাসের বেশি সময় ধরে কেয়ার অব ঢাকার জন্য বিশেষ পণ্য তৈরি করা হয়েছে এই প্রদর্শনীকে সামনে রেখে।’’
কেয়ার অব ঢাকার এ প্রদর্শনীতে পোশাক, গয়না, প্রসাধনী ও স্কিন কেয়ার, খাবার, ব্যাগ, আর্টস ও ক্র্যাফট, হোম ডেকোর—এই ৭ ক্যাটাগরিতে ৩০জন দেশীয় উদ্যোক্তা ব্র্যান্ড তাদের সেরা পণ্যগুলো নিয়ে হাজির হবে। এখানে অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে থাকছে আর্টেমিস, বেক দ্য কেক বাই রুমানা, বেগম বাহার, বেনে ফুটওয়্যার, বেণী বুনন, চন্দ্রভান, চিত্রাঙ্গদা, কটন রুটস, দীঘল, দিশা’স রোড ব্লক - রঙের মানুষ, গুটিপা, হল্লা, খাদি বাই নুভিয়া, লিলিথ, মল্লিকা, এন'স কিচেন, অবনি, অহং, ঋতি, সরলা, শিল্পালোক, সিগনেট, সুতলি, সুরঞ্জনা, সুতন্তু, ট্যান, তানিস বাংলাদেশ, তাসা, দ্য হকার্স ও ইয়ামিন'স।
নান্দনিক সজ্জায় সাজানো সেরা স্টলের জন্য থাকছে বিশেষ পুরস্কার। এই প্রসঙ্গে মানসুরা স্পৃহা জানালেন, ‘প্রদর্শনীতে কেনাকাটার সুযোগ ছাড়া আরও অনেক কিছু থাকছে। যেকোনো স্টল থেকে কেনাকাটা করলেই পাবেন একটি করে কুপন। কুপনের দুটি অংশের একটিতে নাম ও ফোন নম্বর লিখে এক্সিবিশনের গেটে রাখা বক্সে ফেলে যাবেন, আরেকটি অংশ রাখবেন নিজের কাছে। এক্সিবিশন শেষে লটারির মাধ্যমে ঘোষণা করা হবে বিজয়ীদের।‘
প্রদর্শনীর ফ্লাইং পার্টনার ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে থাকছে তিনটি বিশেষ পুরষ্কার। প্রতিটিই কাপলদের জন্য প্লেনের টিকিট। প্রথম পুরস্কার ঢাকা–কক্সবাজার–ঢাকা, দ্বিতীয় পুরস্কার ঢাকা–চট্টগ্রাম–ঢাকা ও তৃতীয় পুরস্কার ঢাকা–সিলেট–ঢাকা প্লেনের কাপল টিকিট। এছাড়া ট্র্যাভেল পার্টনার গো গার্লস-এর পক্ষ থেকে ট্যুরে ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টসহ ( শুধু নারীদের জন্য) থাকছে আরো অনেক পুরস্কার।
এই প্রদর্শনীর অংশ হিসেবে পরিবারের ছোট সদস্যদের জন্য আয়োজন করা হচ্ছে কিডস কার্নিভাল। তাদের ভাবনার জগৎকে ফুটিয়ে তুলতে এখানে ছবি আঁকা, ক্র্যাফটিং, সায়েন্স এক্সপেরিমেন্ট, খেলার সেশন ইত্যাদিতে অংশ নিতে পারবে ৪ থেকে ১৪ বছর বয়সী বাচ্চারা। এই আয়োজনে কেয়ার অব ঢাকার সঙ্গে থাকছে ‘শৈশব’। স্প্রিং কার্নিভাল বাই কেয়ার অব ঢাকা সিজন ২-এর টাইটেল স্পন্সর হিসেবে আছে বেশিদেশি।