প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৮:৩২ পিএম
ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ নিয়ে এসেছে বসন্ত ও ভালোবাসা দিবসে পরার উপযোগী পোশাক। শীতের শেষে নতুন রঙ, প্যাটার্ন আর ডিজাইনে বসন্তকে কে বরণ করে নিতে প্রস্তুত ফ্যাশন হাউসটি।
ফ্যাশন ক্যালেন্ডারে বসন্তকে গ্রীষ্মের একটি অংশ ধরা হয়। ষড়ঋতুর দেশ বাংলাদেশে বসন্তের মর্ম সব সময়ই আলাদা। এই একটি ঋতুতে প্রকৃতি ও পোশাকের মেলবন্ধনে পুরো দেশ উৎসবমুখর হয়ে ওঠে। একই সঙ্গে এ মাস ভালোবাসার আবেগ প্রকাশের মাস। দুটি আয়োজন মাথায় রেখেই উজ্জ্বল রঙ, ইউনিক প্যাটার্ন আর ট্রেন্ডের শীর্ষে থাকা ডিজাইন দিয়ে ফাল্গুন-ভ্যালেন্টাইনসের সম্পূর্ণ স্বতন্ত্র কালেকশন লঞ্চ করেছে ব্র্যান্ডটি।
লা রিভের এ বছরের ফাল্গুন-ভ্যালেন্টাইনস কালেকশনের নাম কনভার্জ, মানে অভিন্নতা। গ্লেজড্ চেরির শাইনি, টুকটুকে লাল রঙকে এ কালেকশনের সেন্টিমেন্ট কালার হিসেবে বেছে নিয়েছে ব্র্যান্ডটি। নারীদের জন্য মিলছে টিউনিক, কামিজ, সালোয়ার-কামিজ, শাড়ি, টপস, শ্রাগ ও ম্যাচিং বটমস। পুরুষের জন্য থাকছে ট্রেন্ডি পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, ফরমাল শার্ট, ও বেস্ট-ফিট বটমসের সমাহার। টপস, শার্ট, সালোয়ার-কামিজ, ঘাগড়া-চোলি, উভেন টপস ও বটমস, ফ্রক, টিউনিক,শার্ট, টি-শার্ট ও পোলো শার্ট এবং পাঞ্জাবির রঙিন সমাহার শিশুদের ফাল্গুন উৎসবের দিন সাজিয়ে তুলবে উৎসবের আমেজে।
এবার হাউসটি প্রিন্টস্টোরির জন্য রঙে ফোকাস করেছে বেশি। দুটি ফ্লোরাল প্রিন্টস্টোরি তৈরি হয়েছে এ কালেকশনে। সাররিয়েল ব্লুমে ড্রিমি, সফট প্যালেটের ফ্লোরাল প্রিন্ট ফোকাস করা হয়েছে, আর ডিজিটাল মিডাও প্রিন্টে এসেছে গ্রাফিক ফ্লোরালের প্যাটার্ন। রঙের বৈচিত্র্য ফোটাতে তৈরি করা হয়েছে পিক্সেল প্রজেকশন নামের প্রিন্টস্টোরি যেখানে আমরা লাল, সবুজ ও নীলের বোল্ড কম্বিনেশনে ফোকাস করেছি। বোটানিক কন্টুর প্রিন্টস্টোরিতে প্রকৃতিতে ফুটে থাকা জিওমেট্রিক প্যাটার্নগুলো দেখা যাবে। এ ছাড়া থাকছে স্প্রিংয়ের বিখ্যাত ভিনটেজ ও এথনিক প্রিন্টস্টোরিগুলো।
পোশাক কিনতে যেতে পারেন তাদের যেকোন আউটলেটে। এছাড়া ভিজিট করুন lerevecraze.com-এ।