প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৮:২৪ পিএম
দেশি ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ বসন্তের আগমনী বার্তা ছড়িয়ে দিতে এবং বসন্ত উৎসবের রঙ আরও রঙিন করে তুলতে নতুন ডিজাইনের বৈচিত্র্যময় পোশাক নিয়ে হাজির। পোশাক ডিজাইনে এবারের থিম হিসবে রয়েছে ‘আমেরিকান নেটিভ পটারি’।
এবারের আয়ে ব্যতিক্রমী নকশার পাশাপাশি ফেব্রিক্সেও আছে বৈচিত্র্য। হাফসিল্ক, কটন, জ্যাকার্ট কটন, মারসালাইস কটন এবং স্লাব ভিস্কাস কাপড়ে কমলা, গাঢ় হলুদ, হালকা হলুদ, অলিভ আর সাদা রঙের ব্যবহার; একই সঙ্গে আরাম, টেকসই ও ডিজাইনের সমন্বয় পোশাককে অনন্যতা এনে দিয়েছে।
সাবব্র্যান্ড ওয়েস্ট রঙ আর রঙ জুনিয়য়ের পোশাকেও রয়েছে বসন্তের আমেজ। রয়েছে শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, টপস, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচ্ড থ্রি-পিস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পাজামা, মগসহ অন্যান্য সামগ্রী। বাচ্চাদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফ্রক, স্কার্ট।
রয়েছে পরিবারের সবার জন্য একই ধরনের ম্যাচিং পোশাক। বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পরে উদ্যাপন করতে পারবেন এবারের বসন্ত উৎসব।
পোশাক কিনতে যেতে পারেন তাদের যেকোন শোরুমে। এছাড়া ভিজিট করুন rang-bd.com এ।