প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১৯:০৫ পিএম
মাইডাস সেন্টারে শুরু হল তিন দিনব্যাপী শীত উৎসব ১৪৩১। হুর নুসরাত এবং হামানদিস্তা আয়োজিত এই উৎসবে অংশ নিয়েছেন প্রায় ৬০ জন অনলাইন নারী উদ্যোক্তা। ৯ জানুয়ারি বৃহস্পতিবার এই মেলার উদ্বোধন করেন সম্পাদক ও বহুমাত্রিক লেখক জনাব মুস্তাফিজ শফি।
তৃতীয় বারের মতো এই শীত উৎসব শুরু হল আজ। চলবে ১১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। এবারের আসরে ৬০ জন অনলাইন নারী উদ্যোক্তা তাদের বিভিন্ন ধরণের পণ্য নিয়ে আছেন মেলাতে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্পাদক ও লেখক জনাব মুস্তাফিজ শফি। এছাড়া হামানদিস্তার কর্ণ️ধার আতিকা বিনতে রফিক মাঈশা এবং হুর নুসরাত পেজের ওনার নুসরাত আক্তার লোপা।
এই আয়োজনে অংশ নেওয়া অনলাইন পেজের মধ্যে রয়েছে রাগা বাই অনিন্দিতা, এফ এস গ্যালারি, শপ স্টপ, সিল্ক হ্যাভেন, সুইট ইঞ্চ, পিংক স্টুডিও বাই কেয়া এবং আরো অনেকে।
নারীদের দেশী-বিদেশী শাড়ী, থ্রি পিস, টু পিস, শাল, শীতের কাপড়, জুয়েলারি, কসমেটিকস, পারফিউম, ব্যাগ রয়েছে এখানে। এছাড়া হারবাল বিউটি প্রোডাক্ট, ইম্পোর্টেড বিউটি প্রোডাক্টসহ ঘরে তৈরি নানা ধরণের খাবার নিয়ে অংশ নিয়েছেন উদ্যোক্তারা।
উৎসবটি প্রতিদিন সকাল ৯ টাই শুরু হবে। চলবে রাত ৮ টা পর্যন্ত। সবার
জন্য উম্মুক্ত রয়েছে এই আয়োজনটি।