প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ১৮:১২ পিএম
দেশি ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ টিনএজারদের জন্য নিয়ে এসেছে নানা ধরণের টিনটপস। যা তরুণীদের জন্য ফ্যাশনেবল এবং ট্রেন্ডি লুক দিবে।
সময় এখন তারুণ্যের। আর ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশের পথপরিক্রমা ‘আমরা সময়কে রাঙিয়ে তুলি’ এই ব্রত নিয়ে, তাই স্বাভাবিকভাবেই তারুণ্যের এই সময়কে রাঙিয়ে দিতে প্রচেষ্টা থাকে সবসময়ই। সেইলক্ষ্যেই এবার তারা টিনএজারদের জন্য বাজারে নিয়ে এসেছে টিনটপস নামে কালারফুল, স্টাইলিশ ও কম্ফোর্টেবল দারুণ এক আইটেম। স্পান্ডেক্স বা লেকড়া, টুইল ও ডেনিম ফেব্রিক্সে তৈরি করা মাল্টিকালার এই পোশাক টিন এজ মেয়েদের জন্য হবে আরামদায়ক এবং স্টাইলিশ।
তারুণ্য সব সময়েই গতিশীল। সেই গতি বাধাপ্রাপ্ত হতে পারে যদি পোশাক নির্বাচনে ভুল হয়ে যায়। রঙ বাংলাদেশ-এর টিনটপস্ তারুণ্যের স্বাভাবিক গতিকে ব্যাহত না-করে বরং আরও বেশি গতির আনন্দে টিনএজার মেয়েদের স্বচ্ছন্দে চলাফেরায় ভূমিকা রাখবে। ডিজাইনের পাশাপাশি পোশাকের রঙ, সুতা এবং প্রস্তুত প্রক্রিয়ায় রঙ বাংলাদেশ-এর পণ্যে যত্নের ছাপ সুস্পষ্ট।
টিনটপসসহ তাদের সকল পোশাক পাওয়া যাবে ঢাকা ও ঢাকার বাইরের প্রতিটি আউটলেটে। এ ছাড়া ঘরে বসে কেনাকাটা করতে ভিজিট করুন ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ফেসবুক পেজ rangbangladesh এ। এছাড়া যোগাযোগ করতে পারেন ০১৭৭৭৭৪৪৩৪৪ নম্বরে।