প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৪:৩৬ পিএম
ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ তাদের সকল সুভানুধ্যায়ীদের জন্য শোরুম এবং অনলাইন কেনাকাটায় যে কোন পোশাকে দিচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়। ১লা নভেম্বর থেকে শুরু হওয়া মূল্য ছাড়ের অফারটি চলবে ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত।
সংখ্যাতত্ত অনুসারে ১১১১ সংখ্যাটির বিশেষ গুরুত্ব রয়েছে। ১১.১১ এই সংখ্যায় ৪টি ১-এর শক্তি রয়েছে। যা এই নম্বর কে বিশেষ করে তোলে। এখানকার প্রতি টি ১ কিছু না-কিছু বার্তা বহন করে। এমন হলে আসল সংখ্যার শক্তি বহুগুণ বাড়তে শুরু করে। অনেক সময় কারো কারো নজরে এই সংখ্যাটি বারবার করে পড়ে নিউমেরোলজি বলছে যে এর বিশেষ তাৎপর্য রয়েছে।
ঘড়ির কাঁটায় বা নিজের ডিজিটাল ঘড়িতে ১১টা বেজে ১১ মিনিটে (১১:১১) বার বার চোখ যায় অনেকের। আবার মোবাইল, ল্যাপটপেও এই সময় দেখে উৎফুল হয়ে পড়েন। অন্য দিকে কোনও চেক, কোনও বই, হোর্ডিং বা পথ চলতে গিয়ে বার বার ১১১১ সংখ্যা চোখে পড়লে অনেকেই তা সমাপতন ভেবে উড়িয়ে দেন। কিন্তু সংখ্যা জ্যোতিষ একে নিছকই সমাপতন হিসেবে গণ্য করতে নারাজ। সংখ্যা জ্যোতিষ মতে, ১১:১১ এক মাত্র সময়, যখন ঘড়িতে সমস্ত সংখ্যা সামন থাকে। জ্যোতিষে এই সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। সংখ্যা জ্যোতিষে ১১ সংখ্যাটি ধৈর্য, সততা, সংবেদশনশীলতা ও আধ্যাত্মিকতার প্রতীক। ১১ সংখ্যাটি ২ বার দেখার পিছনে কোনও গুরুত্বপ‚র্ণ ইঙ্গিত থাকতে পারে। ঘড়িতে ১১:১১ দেখে অনেকে আবার রোমাঞ্চিত ও চমকিতও হন। উল্লেখ্য ১১১১ সংখ্যাটিকে এঞ্জেল নম্বর বলা হয়।
সেই রোমাঞ্চকে আরো বাড়িয়ে দিতে বিশ্বরঙ দিচ্ছে যে কোন পোশাকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়। ১লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত চলবে মূল্য ছাড় অফারটি। মন মাতানো সব বাহারী ডিজাইনের কালেকশনই থাকছে তাদের এই অফারে। পোশাকের প্যাটার্নে থাকছে ভিন্নতা। শাড়ী, পাঞ্জাবী, থ্রিপিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট, ইত্যাদিতে স্বাভাবিক ভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভিসকস, ভয়েল, স্ল্যাব শ্যামলে কাপড় আর আভিজাত্য তুলে ধরতে জয়সিল্ক, ডুপিয়ান, হাফ সিল্ক,জর্জেট, সিফন সহ ভিন্ন ভিন্ন কিছু বাহারি কাপড়তো থাকছেই। উজ্জল রংয়ের পাশাপাশি প্রাকৃতির বিভিন্ন রং এর ব্যবহার করা হয়েছে নান্দনিক ভাবে, পাশাপাশি কাজের মাধ্যম হিসাবে এসেছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।
তাদের ফেইজবুক পেইজ BISHWORANG এবং ওয়েব পেইজ www.bishworang.com.bd থেকে অনলাইনে ঘরে বসেই কিনতে পারেন আপনার পছন্দের পোশাকটি। এছাড়া যোগাযোগ করুন ০১৮১৯-২৫৭৭৬৮ নাম্বারে।