প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৩ পিএম
পূজা উৎসব আরও বর্ণিল করার প্রয়াসে কে ক্র্যাফট নিয়ে এসেছে বৈচিত্র্য উপযোগী পোশাক। মান্ডালা, ফ্লোরাল, টামজারা, ট্রাইবাল, ট্র্যাডিশনাল, ভিন্টেজসহ মিক্সড মোটিফের অনুপ্রেরণা এবং নানান রঙের বিন্যাসে চলমান ট্রেন্ড অনুযায়ী ডিজাইন করা হয়েছে শারদীয় দুর্গাপূজার কালেকশন। প্যাটার্নে ভিন্নতা এনেছে হাউসটি। ক্লাসিক লুকের সঙ্গে রেট্রো লুকের কম্বিনেশনে আনবে নতুন মাত্রা। এ ছাড়া ট্র্যাডিশনাল প্যাটার্নেও করা হয়েছে নানান পোশাক।
আরামদায়ক, সময়োপযোগী ও উৎসবধর্মী
পোশাকের আয়োজন ঘিরে করা হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, টিউনিক ও স্কার্ট। ছেলেদের জন্য রয়েছে
রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। এ ছাড়া পাওয়া যাবে স্মার্ট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট
ও ফতুয়া।
মেয়েশিশুদের জন্য উৎসবভিত্তিক পোশাকে থাকছে সালোয়ার-কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা ও অন্যান্য পোশাকের সেট। ছেলেশিশুদের জন্য পাঞ্জাবি, শার্ট, ফতুয়াসহ নানা আয়োজন। প্যাটার্নে ভিন্নতা এবং রঙে উৎসবের আমেজ বহন করবে। ফ্যামিলি পোশাক থাকবে বরাবরের মতো। এ ছাড়া যুগলদের জন্য থাকবে বিশেষ পোশাক। পোশাকের সঙ্গে মিলিয়ে পরার জন্য অনুষঙ্গ হিসেবে থাকবে জুয়েলারি এবং অন্যান্য উপহারসামগ্রী।
পোশাকের জন্য ফেব্রিক
নির্বাচনে উৎসবভিত্তিক
পরিবেশে স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে থাকছে কটন, হ্যান্ডলুম কটন, সুইস কটন, জ্যাকার্ড কটন, লিনেন, হাফ সিল্ক,
জর্জেট, সিল্ক, অরগাঞ্জা ফেব্রিক যা স্বচ্ছন্দের পাশাপাশি আকর্ষণীয় করে তুলবে।
মিডিয়া হিসেবে ব্যাবহার হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট,
ডিজিটাল প্রিন্ট এবং কারচুপির কাজ। পোশাকে নানা রঙে থাকছে রেড, হোয়াইট,
অফ-হোয়াইট, ক্রিম, পিঙ্ক, পাউডার পিঙ্ক, মেরুন, ম্যাজেন্টা, ব্রিক রেড, অরেঞ্জ, টেন
ব্রাউন, মেরি গোল্ড, ল্যাভেন্ডার, নেভি, গোল্ডেন, কোরাল রেড, ক্রিমসন রেডসহ আরও
অন্যান্য শেড।
কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম,
সিলেট, খুলনা, কুমিল্লার সব শোরুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে পূজা আয়োজনের পোশাক কিনতে পারেন সাশ্রয়ী
মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।