প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫২ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৩ পিএম
ফ্যাশন ব্র্যান্ড ‘সাতকাহন’ নিয়ে এসেছে বর্ণীল দুর্গাপূজা সংগ্রহ। ঐতিহ্য, সংস্কৃতি ও নিত্যনতুন ট্রেন্ডি ডিজাইনের মিশেলে পোশাকে অনন্য মাত্রা যোগ করেছে হাউজটি।
আগমনী সুরে শরতের কাশফুলের দোলায় দোলায় বলে দিচ্ছে আসছে শারদীয়া। শরতের স্নিগ্ধ, সবুজ সমারোহ জানিয়ে দেয় মা দুর্গার আগমনবার্তা। এবারের পূজার পোশাকে শরতের স্নিগ্ধতা ফুটিয়ে তুলেছে ফ্যাশন ব্র্যান্ড ‘সাতকাহন’। দেশি ঐতিহ্য, সংস্কৃতি ও নিত্যনতুন ট্রেন্ডি ডিজাইনের মিশেলে দেখা মিলছে বর্নীল পোশাক।
হাউজটির তাদের পূজা কালেকশনে এবারের থিম রেখেছে মাধুবানী আর্ট। যা পোশাকগুলোতে অনন্য মাত্রা যোগ করেছে। থিমের সঙ্গে মিল রেখে ডিজাইন, পোশাকের প্যাটার্ন ও মোটিফের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দুর্গা, রাধাকৃষ্ণ, ফ্লোরাল প্যাটার্ন, মাধুবানী আর্টসহ অনেক কিছু।
ডিজাইনের ক্ষেত্রে উৎসব, ঋতু, সময়, ক্রেতার বয়স ও ক্রয়ক্ষমতা প্রাধান্য দেওয়া হয়েছে। পোশাকগুলোর ফেব্রিক হিসেবে রয়েছে চান্দেরী সিল্ক, সিল্ক, হাফসিল্ক, সুতি ইত্যাদি কাপড়। সাদা, লাল, কমলা, রয়্যাল ব্লুসহ বিভিন্ন রঙ প্রাধান্য পেয়েছে। এ বছর তাদের পূজা কালেকশনে নারীদের জন্য রয়েছে কুর্তি, থ্রি-পিস, সিঙ্গেল পিস এবং শাড়ি। পুরুষের জন্য মিলছে সুন্দর নানা ডিজাইনের পাঞ্জাবি।
পোশাক কিনতে তাদের আউটলেটের পাশাপাশি ভিজিট করুন ফেসবুক পেজ ShatkahonSharee এ।