প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৭ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩১ পিএম
দেশি ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স দিচ্ছে নির্দিষ্ট ডিজাইনের পোশাকে ৭০ শতাংশ মূল্যছাড়। অফারটি চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
দেশি ফ্যাশন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে অঞ্জন’স। বিভিন্ন উৎসব-পার্বণে তাদের ডিজাইনে দেখা মেলে নতুনত্ব। প্রতি বছরের মতো এবারও হাউসটি দিচ্ছে নির্দিষ্ট ডিজাইনের পোশাকে মূল্যছাড়। ৩০ আগস্ট শুরু হওয়া অফারটি চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
এ অফারে মিলছে মেয়েদের জন্য সালোয়ার-কামিজ, শাড়ি, জুয়েলারিসহ বিভিন্ন
পণ্য। ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, ফতুয়া। তাদের নির্দিষ্ট ডিজাইনের পোশাকের
ওপর ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে কিনে নিতে পারবেন আপনার পছন্দের যেকোনো পোশাক।
পোশাক কিনতে যেতে পারেন তাদের যেকোনো আউটলেটে। তবে দেশীদশে মিলবে না এ অফারের পোশাক। আরও জানতে যোগাযোগ করতে পারেন ০১৬৭৭৫৫৮৮৭৭ নম্বরে।