প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ২০:৩১ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪ ২১:৩৪ পিএম
দেশি ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ কাজ করছে নবীন উদ্যোক্তাদের নিয়ে। নবীন উদ্যোক্তা বিচরণ ‘উদ্যোক্তা ভূমি’ র প্রথম বৈঠক ইতোমধ্যে ঢাকায় শেষ হয়েছে । সেই ধারাবাহিকতায় রাজশাহীর নগরীর নবীন উদ্যোক্তাদের অনুরোধে ’উদ্যোক্তা ভূমি’ এবার রাজশাহীতে ।
রাজশাহীর সব নবীন উদ্যোক্তাদের নিয়ে ৩০ শে আগস্ট শুক্রবার সারা দিনব্যাপী এক আড্ডার আয়োজন করা হয়েছে । উদ্যোক্তা ভূমির রাজশাহী পর্বের সার্বিক সহযোগিতা ও আয়োজনে আছেন মাহি বুটিক হাউস এবং উদ্যোক্তা মুন্নি আক্তার । নগরীর সীমান্ত সম্মেলন কেন্দ্র সকাল ১০টা থেকে চলবে উদ্যোক্তা ভূমির আড্ডা । সেখানে উপস্থিত থাকবেন বিশ্বরঙের কর্ণধার ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।
বিশ্বরঙ সুদীর্ঘ ২৯ বছর ধরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত একটি নাম। এই ২৯ বছরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বহু প্রতিভাবান শিল্পী উপহার দিয়েছে বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে। যারা নিজস্ব প্রতিভায় প্রতিনিয়ত আলোকিত করছে এ দেশের মিডিয়া অঙ্গনকে। বিশ্বরঙ এর আয়োজনে ‘২০২০ কালারস্’ এবং বাসন্তী সুন্দরী ও ‘শারদ সাজে বিশ্বরঙ এর দিদি’ প্ল্যাটফর্ম থেকে যারা বিজয়ী হয়েছেন তাদের সবাই এখন মিডিয়া জগতের নাটক, সিনেমা, বিজ্ঞাপনে ভালো ভালো কাজ উপহার দিচ্ছেন সবাইকে, তারা হয়তো আগামী সময়ের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। এবার সেই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এবার নবীন উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন বিশ্বরঙ এর কর্ণধার, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা ।
৩০ শে আগস্ট শুক্রবার রাজশাহী নগরীর সীমান্ত সম্মেলন কেন্দ্রে সকাল ১০টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে অংশ হতে চাইলে যোগাযোগ করুন - ০১৩০৩৯৬৮০০৪৯৯ (মুন্নি আক্তার ) ।