× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ষায় সঙ্গে রাখুন

নুসরাত খন্দকার

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১৮:২১ পিএম

বর্ষায় সঙ্গে রাখুন

শ্রাবণের এমন দিনে বাসা থেকে বেরোবার সময় রোদ থাকলেও কখন যে ঘন কালো মেঘ করে ঝুম বৃষ্টি নেমে যাবে বুঝতেই পারবেন না। তাই এ সময়ে বাড়ির বাইরে পা রাখতে সঙ্গে কী রাখবেন দেখে নিনÑ

বর্ষার এ সময় বাড়তি কিছু প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখা ভালো। ব্যাগে কী কী নেবেন, তার একটা তালিকা মাথায় রাখলে গোছানোর সময় সুবিধা হবে।

ছাতা

বৃষ্টি হোক বা রোদঝলমলে দিন, ব্যাগে ছাতা রাখুন। যা রোদেলা দিনেও কাজে দেবে।

রেইনকোট

বৃষ্টির ছাঁট থেকে নিজেকে বাঁচাতে সঙ্গে রাখতে পারেন রেইনকোট। বিশেষ করে মোটরবাইক বা সাইকেলে চলাফেরা করেন যারা, তাদের জন্য এটি খুবই জরুরি।

টিস্যু পেপার ও ওয়েট টিস্যু পেপার

বৃষ্টির খানিকটা ছাঁট লেগে গেলে তা মুছতে শুকনা টিস্যু পেপারই যথেষ্ট হবে। কিন্তু কাদা বা ময়লা লেগে গেলে শুকনা টিস্যু পেপারে কাজ চলবে না। সুযোগ পেলে হয়তো পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবেন। তবে সব সময় তেমন সুযোগ না-ও পেতে পারেন। তাই ব্যাগে রাখুন ওয়েট টিস্যু।

ছোট তোয়ালে

ব্যাগে একটি ছোট তোয়ালে থাকলে বৃষ্টিতে চুল বা শরীর ভিজে গেলে মুছে নিতে পারবেন দ্রুত। এ সময়ের জন্য এমন তোয়ালে বেছে নিন, যা সহজে পানি শোষণ করতে সক্ষম এবং শুকিয়েও যায় সহজে।

মোবাইলের পানিরোধী কাভার

বৃষ্টির সময় মোবাইল বের করার প্রয়োজন হলে আপনি নিশ্চয়ই মনে মনে খুঁজবেন এমন একটা জায়গা, যেখানে আপনার মুঠোফোনটি ভিজবে না। পেয়ে গেলে তো ভালোই। কিন্তু ঝুম বৃষ্টির সময় ছাউনি দেওয়া স্থানে নিজের জন্য জায়গা পাওয়াই মুশকিল। এমন পরিস্থিতিতে মোবাইল ফোনটি বের করতে হলে প্রয়োজন একটি পানিরোধী কাভার। এমন একটি কাভার ব্যাগে রেখে দেওয়াই ভালো।

বৃষ্টির এ মৌসুমে ছাতা রাখা যেমন জরুরি তেমন আরও কিছু প্রয়োজনীয় জিনিসও গুছিয়ে নেওয়া উচিতÑ

বডি মিস্ট

বর্ষার এ সময় মেঘলা আকাশ, টিপটিপ বৃষ্টি বা হঠাৎ ঝুম বৃষ্টি পরিবেশে এক ধরনের একঘেয়ে ভাব তৈরি করে। মানসিক পরিস্থিতির ওপরও এর প্রভাব পড়ে। তাই অনেক সময় হতাশা বা মন খারাপ হতে পারে মেঘলা দিনে। তবে এমন পরিস্থিতিতে অনুভূতিগুলো জাগিয়ে তুলতে সহায়তা করবে সুগন্ধি মিস্ট। এ ক্ষেত্রে গোলাপের সুগন্ধি বেশ কার্যকর। কারণ পাশ্চাত্যের ঐতিহ্য অনুসারে গোলাপের গন্ধ সুন্দর অনুভূতি জাগাতে সাহায্য করে।

ওয়াটারপ্রুফ মাস্কারা

ছিমছাম সেজে বাইরে বেরিয়েছেন, হঠাৎ ঝুম বৃষ্টি নামল আর চোখের সাজ ছড়িয়ে একাকার অবস্থা। এটা কোনো সুখকর অভিজ্ঞতা নয়। এমন পরিস্থিতি এড়িয়ে চলতে ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যবহার করতে হবে। শুধু মাস্কারা নয়, লাইনার কাজল যেকোনো চোখ সাজানোর সামগ্রী ওয়াটারপ্রুফ বেছে নেওয়া উচিত।

লিপ বাম

শুধু শীতের সময়ই নয়, বর্ষায়ও শুষ্ক ঠোঁটের সমস্যায় ভুগতে হতে পারে। দীর্ঘ সময় ঘরের বাইরে থাকার কারণে ঠোঁট আর্দ্রতা হারাতে পারে। তাই নিয়ম করে কয়েক ঘণ্টা পরপর লিপবাম লাগিয়ে নিতে হবে। চাইলে হালকা রঙের আভা দেবে এমন লিপ বাম ব্যবহার করা যেতে পারে। লিপ বাম ব্যবহার পছন্দ না হলে ময়েশ্চারাইজিং লিপস্টিক ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে ময়েশ্চারাইজিং ম্যাট লিপস্টিক আদর্শ। কারণ এগুলো ছড়িয়ে যায় না। লাল, মেজেন্টা, বেগুনি, চেরি ইত্যাদি রঙ এ মৌসুমের জন্য আদর্শ। গ্লসি লিপস্টিক এ সময় এড়িয়ে চলতে হবে।

কমপ্যাক্ট পাউডার

এ মৌসুমে ত্বক তেলতেলে করে ফেলতে পারে এমন প্রসাধনী এড়িয়ে চলতে হবে। ভারী ফাউন্ডেশন বাদ দিয়ে বিবি বা সিসি ক্রিম লাগিয়ে এর ওপর কমপ্যাক্ট পাউডার বুলিয়ে নিন। অথবা পাউডার বা মুজ ফাউন্ডেশন ব্যবহার করা যেতে পারে। তা ছাড়া বেশিরভাগ কমপ্যাক্ট পাউডার ওয়াটারপ্রুফ হয়ে থাকে, যা এ বর্ষার দিনগুলোর জন্য আদর্শ।

ড্রাই শ্যাম্পু

এ আবহাওয়ায় চুল নিস্তেজ হয়ে যায়। এ মৌসুমে মাথার ত্বক তেলতেলে হয়ে যাওয়ার সমস্যা হয় বেশি। আবার প্রতিদিন শ্যাম্পু করাও সম্ভব হয় না, কারণ চুল শুকানো বেশ ঝামেলা। এ ক্ষেত্রে ড্রাই শ্যাম্পু বেশ সুবিধাজনক। ড্রাই শ্যাম্পু মাথার ত্বকে বা চুলের গোড়ায় স্প্রে করে হালকা ঘষে নিলে চুলের তেলতেলেভাব দূর হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা