× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারাতে মিলছে ঈদ পোশাক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২৪ ২৩:৩৫ পিএম

সারাতে মিলছে ঈদ পোশাক

ফ্যাশন ব্র্যান্ড সারা লাইফস্টাইলের ঈদ উল আজহা সংগ্রহে দেখা মিলছে বৈচিত্র্যময় ডিজাইন ও মোটিফ-প্যাটার্ন ভিত্তিক পোশাক। নজরকাড়া পোশাকের বর্ণিল আয়োজনে রয়েছে আভিজাত্যের ছোঁয়া।

এবারের ঈদ উল আজহা আয়োজনে ব্র্যান্ডটি পোশাকের অলংকরণ হিসেবে বেছে নিয়েছে বিভিন্ন ধরণের প্রিন্ট, এমব্রয়ডারি, কারচুপি, ট্র্যাডিশনাল হ্যান্ড এমব্রয়ডারিসহ নানা ধরণের ট্র্যাডিশনাল কারুকার্য। যুগের সঙ্গে তাল মিলিয়ে সারার পোশাকের কাটিং ও প্যাটার্নে থাকে বৈচিত্র্য। এবারও ঈদ উৎসবের পাশাপাশি গরমের কথা বিবেচনা করা হয়েছে। আর তাই এসকল পোশাকের কাপড়ে রাখা হয়েছে কটন, ডবি, জ্যাকার্ড, বিভিন্ন ধরণের জর্জেট, প্রিন্টেড কটন, প্রিন্টেড জর্জেট, নিট, ডেনিম, স্যাটিন, টিস্যু ইত্যাদি।

পোশাকে আভিজাত্য ফুটিয়ে তুলতে বিভিন্ন ট্রেন্ড ও নানা রকমের টেক্সচারকে মোটিফ হিসেবে ব্যবহার হয়েছে। অপরদিকে পোশাকগুলির প্যাটার্নে থাকছে এ লাইন, ট্রাপিজি, ন্যারো কাট, ফিট এন্ড ফ্লেয়ার, বিভিন্ন ধরণের সিলুইট প্যাটার্ণ। পাশাপাশি সারার ঈদ পোশাকের প্যাটার্ণে থাকছে নিত্যনতুন ট্রেন্ডের ভিন্নতা। এছাড়াও কালারের ক্ষেত্রে লাল, সবুজ, সী গ্রীন, নীল, ম্যাজেন্টা, কালো, সাদা, বাদামি, বেগুনি ও ল্যাভেন্ডার  প্রাধান্য দেয়া হয়েছে। এছাড়াও বেশীরভাগ পোশাকে ভাইব্রেন্ট কালারের মাধ্যমে আভিজাত্য প্রকাশ করা হয়েছে এবারের ঈদ উল আজহা কালেকশনে।

কালেকশনটিতে ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবী, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, পায়জামা, কটি ইত্যাদি। মেয়েদের জন্য রয়েছে সিঙ্গেল এথনিক কুর্তি, এথনিক টু পিস ও থ্রি পিস সেট, ফ্যাশন টপস, শার্ট, শাড়ি স্কার্ফ, টি শার্ট এবং ম্যাটার্নিটি ওয়্যার এর কালেকশন।

সারার ঈদ আয়োজনে শিশুদের জন্যও রয়েছে বৈচিত্র্য। ছেলে শিশুদের জন্য সারা'য় থাকছে পাঞ্জাবী, পায়জামা, শার্ট, শার্ট-প্যান্ট সেট, টি শার্ট, পোলো শার্ট, নিমা সেট, কাতুয়া, ডেনিম প্যান্ট ইত্যাদি। আর মেয়ে শিশুদের জন্য থাকছে কুর্তি, ফ্রক সেট, থ্রি পিস, এথনিক থ্রি পিস ও টু পিস, লেহেঙ্গা, ফ্যাশন টপস, জাম্পস্যুট, নিমা সেট, সিঙ্গেল ফ্রক, ডুঙ্গারি, পোলো শার্ট, টি শার্ট, পার্টি ফ্রক, গার্লস প্যান্ট ইত্যাদি।

এছাড়া নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য সম্পূর্ণ পশ্চিমা ধাচের সারা লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ঢেউর কালেকশন তো রয়েছেই। ঢেউ-এর ঈদ সংগ্রহে পুরুষদের জন্য থাকছে ফিটেড টি শার্ট, ওভারসাইজড টি শার্ট, শর্ট স্লীভ ক্যাজুয়াল শার্ট, লং স্লীভ ক্যাজুয়াল শার্ট, শর্টস, কার্গো প্যান্ট, ডেনিম প্যান্ট , জগার্স ইত্যাদি। নারীদের জন্য ঢেউ-এর সংগ্রহে থাকছে ফ্যাশন টপস, ক্যাজুয়াল শার্ট, মিডি ড্রেস, পার্টি ওয়্যার, স্কার্ট, ওয়েস্টার্ণ সেট, টি শার্ট, টু পিস সেট, ফরমাল শার্ট, পালাজো, জগার্স, ডেনিম প্যান্ট, কার্গো প্যান্ট, ক্রপ টপ, গাউন, বুট কাট প্যান্ট, বডিকন, কাফতান ইত্যাদি।

পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোন আউটলেটে। এছাড়া অনলাইন কেনাকাটার জন্য ভিজিট করুন www.saralifestyle.com এবং ফেসবুক পেজ saralifestyle.bd এ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা