প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ২৩:১৭ পিএম
দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের সম্মিলিত প্ল্যাটফর্ম দেশীদশে মিলছে বর্ণীল ঈদ পোশাক। এবারের ঈদ পড়েছে গ্রীষ্মের শেষে বর্ষার শুরুতে। তাই পোশাক ও এক্সেসরিজের দেখা মিলছে বৈচিত্র্যতা।
ঈদ
শব্দটা সব সময়েই আনন্দের বার্তার সঞ্চার করে। মনের মধ্যে খুশির-উচ্ছ্বাস বয়ে যায়। দেশীয়
ঐতিহ্য আর অহংকারের সঙ্গে ত্যাগের মহান ধর্মীয় আবহ মিলে আমাদের কাছে কোরবানীর ঈদ
সব সময়ই মর্যাদার। একই ছাদের নীচে নান্দনিক সাজে ১০টি সেরা
ব্র্যান্ডের কোরবাণীর ঈদ আয়োজন নিয়ে প্রস্তুত এখন দেশীদশ।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় দশটি ফ্যাশন ব্র্যান্ড নিপুণ, কে ক্রাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি এর সমন্বয়ে গঠিত দেশীদশ। অনন্য ভাবনায় গঠিত দেশীদশ জন্মলগ্ন থেকে গত ১৫ বছরে দেশীয় ফ্যাশন শিল্প বিকাশে নিরন্তর কাজ করে চলছে।
ক্রেতার
জন্যে একই জায়গায় এসে বিশাল সম্ভার হতে ঈদের কেনাকাটা করার জন্যে দেশীদশ অনেক বড়
সুবিধা। এই আয়োজন পাবেন ঢাকার বসুন্ধরা সিটির লেভেল চার, সিলেটের কুমারপাড়া আর চট্টগ্রামের
আফমি প্লাজার লেভেল ৫ এ অবস্থিত দেশীদশ আউটলেটে। ঈদ আয়োজনে রয়েছে
দশটি ব্র্যান্ডেরই দেশীয় সব পোশাকের সমারোহ। শাড়ি, পাঞ্জাবী, স্ট্রিট ড্রেস,
আনস্ট্রিচ ড্রেস, শার্ট, টি-শার্ট, টপস, কামিজ, পায়জামা ইত্যাদি। পোশাকের সঙ্গে অনুষঙ্গ
হিসেবে পাবেন বিভিন্ন ধরণের জুয়েলারি ও এক্সেসরিজ। আরামদায়ক পোশাকে দেশীদশের সকল
ব্র্যান্ডের ঈদ আয়োজনের পোশাক ক্রেতাকে করবে আকর্ষণীয়।
আউটলেটের পাশাপাশি অনলাইনেও প্রদর্শিত হবে এই কোরবাণী ঈদ আয়োজন। ভিজিট করতে পারেন দেশীদশ এর ফেসবুক পেজ deshidosh2009 এ।