× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিজেন্সিতে আম উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২৪ ২৩:০৩ পিএম

রিজেন্সিতে আম উৎসব

পাঁচতারা হোটেল ঢাকা রিজেন্সিতে চলছে আমের উৎসব মিট দা ম্যাঙ্গুন্স। উৎসবে রয়েছে আম দিয়ে তৈরি হরেক রকমের মজার মজার সব মুখরোচক খাবার, সঙ্গে ঢাকা রিজেন্সির স্পেশাল বুফে ডিনার। ০১ জুন শুরু হওয়া এই উৎসব চলবে ১৪ জুন পর্যন্ত।


জাতীয় ফল কাঁঠাল হলেও জনপ্রিয়তায় দিক দিয়ে ফলের জগতে আম সবার ওপরে। আম খায় না বা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। দেশের অন্যান্য ফলের সঙ্গে আমের তুলনা হয় না। মৌসুম শুরু হতে না হতেই পাকা আমে সয়লাব দেশের সর্বত্র। আর এই মৌসুমকে উদ্‌যাপন করতেই ঢাকা রিজেন্সি আয়োজন করেছে মিট দা ম্যাঙ্গুন্স শিরোনামে আমের উৎসব। প্রতিষ্ঠানটির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে এ উৎসব।

নির্ধারিত ব্যাংকের কার্ডধারী, ফ্যান অফ ঢাকা রিজেন্সির ফ্যান গ্রুপ মেম্বার এবং লয়াল্টি প্রোগ্রাম ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বাররা আম উৎসব ও বুফে ডিনারে পেয়ে যাবেন ৪ হাজার ৯ শত ৯৯ টাকায় একটি কিনলে অন্যটি বিনামূল্যে।

এ ছাড়া এই আমের উৎসব শুধুমাত্র গ্র্যান্ডিওস রেস্টুরেন্টেই সীমাবদ্ধ নয়, অতিথিরা ঢাকা রিজেন্সির সিগনেচার আউটলেটগুলোতেও (বাবল ফ্লেভার, কম্ফি লাউঞ্জ এবং রুফটপ রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাই লাইন) এই আমের উৎসবের আমেজ উপভোগ করতে পারবেন।

ঢাকা রিজেন্সির এই আয়োজনে স্পেশাল মেনু হিসেবে থাকছে ম্যাঙ্গো স্টিকি রাইস। যা একটি ঐতিহ্যবাহী থাই মেনু। এ ছাড়া উল্লেখযোগ্য আইটেম হিসেবে আরও আছে ম্যাঙ্গো চিজ কেক, ম্যাঙ্গো মউজ, ম্যাঙ্গো স্মুদি, রেড ভেলভেট ম্যাঙ্গো কেক এবং আরও অনেক কিছু।

রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্টুরেন্ট এবং অন্যান্য আউটলেটে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হোটেল অতিথি এবং সাধারণ জনগণ উভয়ের জন্যই উন্মুক্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা