প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১৪:৪২ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪ ১৪:৪২ পিএম
রিটেইল ও লাইফস্টাইল ব্র্যান্ড ভারগো নিয়ে এলো নতুন একটি আউটলেট। গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত ও পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে কাজ করছে ব্র্যান্ডটি।
গত ৬ জুন বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে উদ্বোধন হলো তাদের ১২তম আউটলেট। কোম্পানির চেয়ারম্যান আব্দুর রাব খোকা ও এম ডি এ এস এম ফিরোজ আলম খান এই উদ্বোধনের ফিতা কাটেন।
এবারের ঈদকে সামনে রেখে ভারগোতে রয়েছে নানা ধরণের ডিজাইনার পোশাক। দাম, মান ও চাহিদা বিবেচনায় সর্বসাধারণের পোশাকের চাহিদা পূরণ করা ব্র্যান্ডটির মূল উদ্দেশ্য।
নতুন আউটলেটটি বসুন্ধরা সিটির লেভেল ৩, ব্লক সি, শপ ১-২। একই শপিং মলে লেভেল ২এ রয়েছে ভার্গোর আরো একটি আউটলেট। এছাড়া ঢাকা ও ঢাকার বাইরে রয়েছে ভার্গোর আরো ১১টি আউটলেট।