প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৯ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১০ পিএম
ফাইল ফটো
ঢাকা, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন কারাগারে গত ৬ মাসে বিএনপির ১৩ নেতাকর্মীর মৃত্যুর ঘটনা তদন্তে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। এতে বিএনপির ওই ১৩ নেতাকর্মীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি নির্দেশনাও চাওয়া হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদন করা হয়। বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এই রিট করেন। এতে কারাগারে মৃত্যুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা চাইতে হাইকোর্টের কাছে আবেদনও করা হয়েছে।
কায়সার কামাল সাংবাদিকদের বলেন, ‘গণতন্ত্র ও আইনের শাসনের জন্য আন্দোলন করায় গত কয়েক মাসে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এত অল্প সময়ের মধ্যে কারাগারে এত মানুষের মৃত্যুর নজির নেই। কারাগারে যারা মারা গেছে, তারা আটক থাকার সময় সুস্থ ছিল।’
তিনি জানান, আবেদনটি কজ লিস্টে অন্তর্ভুক্ত হলে শুনানি হবে। রিটে স্বরাষ্ট্র সচিব, আইজি প্রিজন্সসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৯ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ‘কারা হেফাজতে নির্যাতনের শিকার হয়ে বিএনপি নেতাকর্মীদের কারও না কারও মৃত্যুর সংবাদ আসছে প্রায়ই। গত তিন মাসে কারাগারে বিএনপির ১৩ জন নেতার মৃত্যু হয়েছে। প্রত্যেকটি মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড।'